মাত্র ৩৩ বছর বয়সে নায়কের মা হতে রাজি নন অভিনেত্রী স্বাশিকা
মোজো ডেস্ক 05:15PM, Aug 25, 2025
ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’ নিয়ে আলোচনা তুঙ্গে। রাম চরণের এই প্রজেক্টে কাজ করা মানেই অনেক অভিনেতার জন্য স্বপ্ন পূরণের সুযোগ। তবে সেই সুযোগকেই হাতছাড়া করলেন মালয়ালম অভিনেত্রী স্বাশিকা। নির্মাতাদের একাধিকবার অনুরোধ সত্ত্বেও তিনি ছবিতে অভিনয় করতে রাজি হননি।
কারণটি সবার জন্য বিস্ময়কর তাকে অফার করা হয়েছিল রাম চরণের মায়ের চরিত্র। কিন্তু মাত্র ৩৩ বছর বয়সী সোয়াসিকা মনে করেছেন, ৪০ বছর বয়সী নায়কের মা হয়ে পর্দায় আসা তাঁর জন্য মানানসই নয়। বয়সের ব্যবধান এতটা কম হওয়ায় চরিত্রটি তিনি গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি।
যদিও এর আগে তিনি মাঝবয়সী চরিত্রে অভিনয় করেছেন, তবে স্পষ্ট করে জানিয়েছেন ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি মায়ের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত নন।
স্বাশিকা ২০০৯ সালে তামিল ছবি ‘ভাগাই’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। পরে তামিল ও মালয়ালম উভয় ইন্ডাস্ট্রিতেই শক্তিশালী চরিত্রাভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন। স্বল্প সময়ের জন্য তিনি তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
তবে রাম চরণের ছবির মতো বড় প্রজেক্ট হাতছাড়া করা তাঁর সাহসী সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে। কারণ এটি শুধু একটি চরিত্র প্রত্যাখ্যান নয়, বরং নারী শিল্পীদের বয়স-ভিত্তিক টাইপকাস্টিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের মতো। পুরুষ অভিনেতারা যেখানে চল্লিশ বা পঞ্চাশের কোঠায়ও রোমান্টিক হিরোর চরিত্র পান, সেখানে সমবয়সী বা তরুণী অভিনেত্রীদের মা বা পার্শ্বচরিত্রে সীমাবদ্ধ করা হয়—এ নিয়ে বরাবরই প্রশ্ন উঠে এসেছে। সোয়াসিকার সিদ্ধান্ত সেই বিতর্ককেই নতুন মাত্রা দিল।