শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন লবিস্ট নিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক কার্যকরের আগে তা কমানো নিয়ে দর-কষাকষির জন্য দ্বিতীয় একটি লবিং ফার্ম নিয়োগ করেছে ভারত। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্যের ওপর আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের আগে ওই লবিং ফার্ম নিয়োগ করেছে ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো বলছে, ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস মার্কুরি পাবলিক অ্যাফেয়ার্সের সাবেক সিনেটর ডেভিড ভিটারকে লবিস্ট হিসেবে নিয়োগ করেছে। ফেডারেল সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, শুল্ক হ্রাস ও অন্যান্য সেবার জন্য ভারতকে সহায়তা করবেন তিনি। মার্কিন বিচার বিভাগের কাছে জমা দেওয়া নথিতে ভারতের দ্বিতীয় লবিং ফার্ম নিয়োগের তথ্য পাওয়া গেছে।

তবে এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় কিংবা মার্কুরি ফার্ম এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। গত ১৮ আগস্টের ফাইলের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে শুল্ক হ্রাস ও অন্যান্য ইস্যুতে দর-কষাকষির জন্য মার্কুরি পাবলিক অ্যাফেয়ার্স এলএলসিকে মাসে ৭৫ হাজার ডলার দেবে ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

মধ্য আগস্ট থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে মার্কুরি পাবলিক অ্যাফেয়ার্স এলএলসির শুরু হওয়া এই চুক্তি আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে মার্কিন ওই লবিং ফার্মকে ২ লাখ ২৫ হাজার ডলার (বাংলাদেশি ২ কোটি ৭৩ লাখ ৭৭ হাজারের বেশি টাকা) অর্থ পরিশোধ করবে ভারত।

এর আগে, ট্রাম্পের সাবেক উপদেষ্টা জ্যাসন মিলারের লবিং প্রতিষ্ঠান এসডব্লিউ পার্টনার্স এলএলসির সঙ্গে ১৮ লাখ ডলারের চুক্তি করেছে নয়াদিল্লি।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কুরি ফার্মের সহযোগী ব্রায়ান লানজা এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতের সঙ্গে এই চুক্তির কাজে যুক্তদের তালিকায় তার নামও দেখা গেছে।

লবিস্ট হিসেবে মার্কুরি ফার্মকে ভারত এমন এক সময়ে নিয়োগ করেছে, যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনায় চলতি মাসেই জরিমানা হিসেবে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ মোট ৫০ শতাংশ হবে।

বর্তমানে ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে ট্রাম্প প্রশাসনকে বোঝানোর বুধবার পর্যন্ত ভারতের হাতে সময় আছে। ভারতীয় পণ্যের ওপর যাতে অতিরিক্ত কোনও শুল্ক না বসানো হয়, সেটি নিশ্চিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে দিল্লি।

গত সপ্তাহে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছিলেন, ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক নির্ধারিত সময়েই কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন তিনি।
নাভারো বলেন, আমি দেখছি, নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ভারত একেবারেই স্বীকার করতে চাইছে না যে, তারা এই রক্তপাতের অংশীদার।

• মার্কুরি পাবলিক অ্যাফেয়ার্স এলএলসি কী

মার্কুরির সঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলসের সম্পর্ক রয়েছে। তিনি ২০২৪ সালের নভেম্বরে হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগ পর্যন্ত এই ফার্মের নিবন্ধিত লবিস্ট ছিলেন।

দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, লিবিয়া এবং জাপানের সরকারকেও লবিং সেবা দিয়ে থাকে মার্কুরি ফার্ম।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বিশ্বজুড়ে অন্তত ৩০টি দেশ ট্রাম্প-ঘনিষ্ঠ নতুন বিভিন্ন লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন Aug 27, 2025
img
পরিচালক ভিকি জাহেদ একজন সাইকোপ্যাথ : নিশো Aug 27, 2025
img
নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতকে ফিফার চিঠি Aug 27, 2025
img
চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ির সংস্কার কাজ দ্রুত শুরু হবে : প্রেস সচিব Aug 27, 2025
img
যদি এই সংঘাত না থামানো হয়, তাহলে মোদীর সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবো না: ট্রাম্প Aug 27, 2025
img
শহীদ শাহরিয়ার হাসান আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক Aug 27, 2025
img
ফ্রান্সসহ আরও ৪ দেশে প্রবাসীদের ভোটার করার সম্মতি পেল ইসি Aug 27, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত: প্রিন্স Aug 27, 2025
img
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের Aug 27, 2025
img
সৌরভ বায়োপিকের জন্য রাজকুমারের কড়া প্রস্তুতি Aug 27, 2025
img
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৮ সদস্যের কমিটি গঠন করল সরকার Aug 27, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম শুরু করছে বাংলাদেশ Aug 27, 2025
প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান Aug 27, 2025
নতুন নিয়মে একক ব্যবস্থায় বাস পরিচালনা শুরু Aug 27, 2025
শিক্ষার্থীদের গণতান্ত্রিক অভিজ্ঞতার নতুন পথ Aug 27, 2025
img
বাফুফে ও বিসিবি প্রাপ্য অর্থ না দেওয়ায় ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি এনএসসির Aug 27, 2025
img
৩০০৩ টাকায় ৩ মসজিদ-মন্দিরকে জায়গা দিল বাংলাদেশ রেলওয়ে Aug 27, 2025
img
‘সাই পল্লবীকে চিনি না’, মন্তব্য শ্বেতার Aug 27, 2025
img
সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান বাড়ল আরও এক লাখ Aug 27, 2025
img
শুল্ক বৃদ্ধির কারণে ভারতীয় পোশাক ও টেক্সটাইল শিল্প হুমকিতে Aug 27, 2025