ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বটাও যে তিনি ভালোই দিতে পারেন, তার প্রমাণ তিনি দিয়েছেন সবশেষ ইংল্যান্ড সফরে গিয়ে। তার নেতৃত্বে স্বাগতিকদের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট ২-২ ব্যবধানে ড্র করে ভারত। সেইসঙ্গে ব্যাট হাতেও গিল ছিলেন দারুণ ছন্দে, ৭০০-এর বেশি রান করে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপের ১৭তম আসর। তার আগে শুভমান গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন দেশটির সাবেক ক্রিকেটার মনিন্দর সিং। তার দাবি, শুভমান গিলকে সব ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছে বিসিসিআই।
সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে আসন্ন এশিয়া কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত, সেখানে গিল আছেন সহ-অধিনায়ক হিসেবে।
মনিন্দর সিং মনে করেন, সূর্যকুমারের টি-টোয়েন্টি ক্যারিয়ার হয়ত আর বেশি লম্বা হবে না, সে কারণেই অধিনায়কের ভূমিকায় গিলকে প্রস্তুত করা হচ্ছে।
মনিন্দর সিং বলেছেন, ‘দেখুন, আমার মনে হয় নির্বাচকরা মূলত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি (গিল) আমাদের ভবিষ্যতের অধিনায়ক হবেন। যদি সে আমাদের (ভারতীয় জাতীয় ক্রিকেট দল) ভবিষ্যৎ অধিনায়ক হতে যায়, তাহলে তাকে সহ-অধিনায়ক করাই ভালো। কারণ সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে সম্ভবত আরও দুই বছর থাকতে পারেন, এবং এই সময়ের মধ্যে গিলকে তার (সূর্যকুমার) অধীনে প্রস্তুত করো।’
এশিয়া কাপের স্কোয়াডে গিলের জায়গা হলেও বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার। এ ব্যাপারেও অবশ্য অসন্তোষ প্রকাশ করেছেন মনিন্দর সিং। তার মতে, জয়সওয়াল যে কোনো ফরম্যাটে খেলার জন্য পুস্তুত এবং তাকে সব সময় দলের অংশ করা উচিত। এছাড়া শ্রেয়াস আইয়ারের দলে থাকা উচিত বলেও মনে করেন মনিন্দর সিং।
জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রেয়াস আইয়ার। তবে আইপিএলের গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্যাটার। পাঞ্জাব কিংসের হয়ে ১৭ ম্যাচে ৬০৪ রান করেছেন শ্রেয়াস। তবুও তিনি নির্বাচকদের মন গলাতে পারেননি। নির্বাচকদের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এমআর