ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মোহাম্মাদ এজাজ, সিটি করপোরেশনের জনবল সংকট থাকলেও মোহাম্মাদপুর থেকে বছিলা ব্রিজ পর্যন্ত রাস্তার মেরামত আগামীকালের মধ্যে শেষ করা হবে। ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব রাস্তা মেরামত করা হবে।
গত মাসেই তেজগাঁও সাত রাস্তা থেকে গুলশান পর্যন্ত টেন্ডার সম্পন্ন হওয়ায় খুব দ্রুত সে কাজও সম্পন্ন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এছাড়া রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে টেন্ডার ও ফান্ড অ্যালোকেশন এর মধ্যেই সম্পন্ন হয়েছে। বছিলা ব্রিজের পরের অংশের মেরামত কাজও দ্রুত সময়ে সম্পন্ন হবে।
ইএ/টিকে