শেয়ারবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে : ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম, লোগো ও অফিসের ঠিকানা ব্যবহার করে যেসব প্রতারক চক্র বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছে তারা ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুর রহমান। তিনি বলেন, ওইসব প্রতারক হোয়াটসঅ্যাপসহ অনলাইন মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছিল। শিগগিরই তারা হয়ত আইনের আওতায় আসবে। তবুও বিনিয়োগকারীদের সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ডিএসই আয়োজিত ‌‘প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) শফিকুল ইসলাম ভুঁইয়া ও উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীদের সতর্ক করে আসাদুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের একমাত্র বৈধ মাধ্যম হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদিত স্টক ব্রোকার। এর বাইরে অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা প্রতারণার শামিল হতে পারে।

তিনি বলেন, কিছু প্রতারক চক্র ডিএসই ও বিএসইসির নাম ব্যবহার করে মানুষকে বিনিয়োগের লোভ দেখাচ্ছে। এ বিষয়ে আমরা আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়েছি। তাদের সহায়তায় প্রতারকদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আরও বলেন, আমরা বিনিয়োগকারীদের জানাতে চাই স্টক এক্সচেঞ্জ বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কারো সঙ্গে বিনিয়োগে সম্পৃক্ত নয়। বিনিয়োগের একমাত্র বৈধ পথ হলো অনুমোদিত স্টক ব্রোকার। তাই অচেনা ব্যক্তি বা গ্রুপের প্রলোভনে পড়লে আপনার অর্থ ঝুঁকিতে পড়বে। যদি কেউ প্রতারণায় জড়িত থাকেন, তাদের সতর্ক করছি এখনও সময় আছে ভালো হয়ে যান। নইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি স্বীকার করেন, মাঝে মাঝে দেখা যায় ডিএসইর কিছু কর্মকর্তার বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ধরনের ঘটনা রোধে আমরা সচেতন এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে প্রস্তুত।

আসাদুর রহমান জানান, প্রতারকরা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহার করে লোভনীয় বার্তা পাঠায়। শুরুতে সামান্য মুনাফা দেখিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করে। পরে আরও কিছু মুনাফা দেখানোর পর বড় অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে। বিনিয়োগকারী টাকা দিলে জানানো হয় অ্যাপে সমস্যা হয়েছে, আরও অর্থ দিতে হবে। কিন্তু অতিরিক্ত অর্থ নেয়ার পর প্রতারক চক্র ভুক্তভোগীকে ব্লক করে দেয়।

সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে বলা হয়, প্রতারণার এ ধরনের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগকারীদের অবশ্যই সতর্ক হতে হবে। কেবল অনুমোদিত স্টক ব্রোকারের মাধ্যমেই লেনদেন করতে হবে। ডিএসই ও বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত ব্রোকারদের তালিকা পাওয়া যায়। অচেনা ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএসই কর্মকর্তাদের মতে, এ ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। তাই গোয়েন্দা সংস্থা ও আইনপ্রয়োগকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার পার্টনার এখন সালমানের ভাতিজা! Aug 26, 2025
img
শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের Aug 26, 2025
img
জর্জিনাকে দেওয়া রোনালদোর আংটির দাম ‘৫ মিলিয়ন’, আছে বিশেষ বার্তাও! Aug 26, 2025
img
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম Aug 26, 2025
img
নিখোঁজের পর মৃত অবস্থায় মিলল নিলয়ের পোষা কুকুর টাইসন Aug 26, 2025
img
সাহসী সিদ্ধান্তে বলিউডে কার্তিকের নতুন রূপ Aug 26, 2025
img
‘ভিনিসিয়ুসের যে আচরণ, তাকে রিয়ালের জার্সিতে মানায় না’ Aug 26, 2025
img
তৃতীয় দিনে ৩০৯টি আবেদনের শুনানি করেছে ইসি Aug 26, 2025
img
বলিউড অ্যাকশন আর আবেগের মিশ্রণে আসছে 'হাইওয়ান' Aug 26, 2025
img
মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেপ্তার Aug 26, 2025
img
আমার বিড়ালের গার্লফ্রেন্ড দুইটা, তারা সারাক্ষণই ঝগড়া করে: আফরান নিশো Aug 26, 2025
img
বুধবার থেকে পাথর উদ্ধারে কঠোর অভিযানে নামছে প্রশাসন Aug 26, 2025
img
সামান্থার নতুন ফটোশুটে আত্মবিশ্বাস ও আভিজাত্যের ছাপে ভক্তরা মুগ্ধ Aug 26, 2025
img
চোটে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ৩ তারকা, অধিনায়কও অনিশ্চয়তায় Aug 26, 2025
img
তারকাদের সাজে লাখ টাকার খরচের কথা জানালেন রাকুল Aug 26, 2025
img
দেশে প্রথমবারের মতো ৩ অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা Aug 26, 2025
img
এবার বিপিএলে থাকছেন না শাকিব খান Aug 26, 2025
img
বিএনপি নেতা ফজলুর রহমানের পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি Aug 26, 2025
img
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ! Aug 26, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ Aug 26, 2025