নিজের একজন প্রিয়জন, অর্থাৎ কাছের মানুষ হারালেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার ড্রাইভার বাবুসোনা মুখোপাধ্যায় গতকাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুতে শোকাহত অভিনেতা।
এক ফেসবুক পোস্টে প্রসেনজিৎ বাবুর ছবি শেয়ার করে লিখেন, বাবু যেখানেই থাকিস ভালো থাকিস!
প্রসেনজিৎ যেখানেই যেতেন বাবুকে সঙ্গে করে নিয়ে যেতেন। সে ছিল অভিনেতার নিত্যদিনের সঙ্গী।
এমকে/এসএন