অ্যানিমেল এবং কেজিএফ–এর মতো সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে আসছেন দক্ষিণী সুপারস্টার ইয়াশ। আসছে তাঁর বহুল আলোচিত ছবি ‘টক্সিক’। ছবিটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। ভক্তদের প্রত্যাশার মতো বাণিজ্যিক ধারার ছবির পরিবর্তে ইয়াশ এবার বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী বিষয়—মাদকের অন্ধকার জগৎ। ইতিমধ্যেই এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী ছবি হিসেবে আলোচনায় এসেছে।
এ ছবির অন্যতম আকর্ষণ হচ্ছে টানা ৪৫ দিনের অ্যাকশন শুটিং সূচি। সাধারণত বড় অ্যাকশন দৃশ্য ধারণের সময় কয়েকদিন অন্তর বিরতি নেওয়া হয়। কিন্তু এই ছবিতে একটানা অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা করা হয়েছে। নির্মাতাদের দাবি, এর ফলে দর্শকরা পর্দায় পাবেন একেবারে কাঁচা উত্তেজনা ও আন্তর্জাতিক মানের লড়াইয়ের স্বাদ।
বিশ্বখ্যাত হলিউড অ্যাকশন পরিচালক জেজে পেরি, যিনি ‘জন উইক’ ছবিতে তাঁর অসাধারণ কাজের জন্য পরিচিত, এবার তত্ত্বাবধান করছেন ছবিটির অ্যাকশন দৃশ্য।
তাঁর সঙ্গে কাজ করছেন একদল আন্তর্জাতিক প্রযুক্তিবিদ। এদিকে ইয়াশ নিজেও প্রস্তুত হচ্ছেন নতুন লুকে, যেখানে তাঁকে শারীরিকভাবে চরম পরিশ্রম করতে হচ্ছে।
‘টক্সিক’-এ কাস্টের তালিকাও বেশ জমকালো। ছবিতে ইয়াশের পাশাপাশি দেখা যাবে নায়নতারার, কিয়ারা আডভানির, তারা সুতারিয়ার, হুমা কুরেশির, রুকমিনি বাসন্তের, অক্ষয় ওবেরয়ের এবং তোভিনো থমাসের মতো তারকাদের। সংগীত পরিচালনায় আছেন জনপ্রিয় অনিরুদ্ধ। আর ছবিটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস।
সব মিলিয়ে, ভারতীয় সিনেমায় নতুন মাত্রা যোগ করতে চলেছে ইয়াশের এই ছবি। ভক্তদের কাছে তাই এখন সবচেয়ে বড় প্রত্যাশার নাম হয়ে উঠেছে ‘টক্সিক’।
ইউটি/টিএ