বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সম্মান চান জানিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, তার (ফজলুর রহমান) অনেক কিছুর সঙ্গে আমি একমত নাও হতে পারি। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সঙ্গে আমি যা ইচ্ছা তাই যখন-তখন করতে পারি না।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে টকশোতে এ কথা বলেন তিনি।
নিলুফার চৌধুরী মনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক সময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন।
তারপরে বিএনপি করছেন। তার অনেক কিছুর সঙ্গে আমি একমত নাও হতে পারি। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সঙ্গে আমি যা ইচ্ছা তাই যখন-তখন করতে পারি না।
ফজলুর রহমানকে বিএনপির দেওয়া শোকজের বিষয়ে তিনি বলেন, দল দলের কাজ করেছে।
দল তাকে শোকজ করেছে। শোকজের তিনি জবাব দেবেন। জবাবে দল যদি তুষ্ট হয় সে থাকবে। তুষ্ট না হলে থাকবে না।
সেটা অন্য বিষয়। কিন্তু তার বাড়ির নিচে ঘেরাও দিয়ে মব হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে মব যায় না। এই দেশটা স্বাধীন করার জন্য যাদের অবদান।
তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মুখ দিয়ে রাজাকার এবং মুক্তিযোদ্ধা এই দুটি কথা আসবেই।
সে যদি কিছু বলেও থাকে কথা দিয়েই কিন্তু কথা বলা যায়।
তিনি আরো বলেন, তাকে (বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান) কিন্তু কেউ ছোট করতে একদমই ছাড়ছে না। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার সম্মান চাই। তা না হলে আমি মনে করব এরা একাত্তরকে সম্মান দিতে জানে না।
এমআর/এসএন