চট্টগ্রামের ফয়’স লেকে গতকাল সোমবার শিখো–প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপনে সেখানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ ও তানজিম সাইয়ারা তটিনী। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সামনে তারা মজার সব পরিবেশনায় অংশ নেন, শিক্ষার্থীরাও তা উপভোগ করে।
এ সময় তাদের তিনজনকেই মঞ্চে ‘লিচুর বাগানে’ গানে নাচতে দেখা গেছে।
এ ছাড়া নিজের ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে শোনান ফারিণ।
সময়ের আলোচিত এই তারকাও ছুটে গিয়েছিলেন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন আর গেয়ে শোনান নিজের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি।"
তবে সোশ্যালে সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তাসনিয়া ফারিণের পোশাক নিয়ে অনেকেই সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সেই ছবি শেয়ার করে লেখেন, ‘মেয়েটার কি কোনো ড্রেস সেন্স নেই?’ আবার একজন লেখেন, তটিনী, সাবিলা কত সুন্দর ড্রেস পরে গিয়েছে কিন্তু ফারিণ এটা কী পরল? ছোট ছোট শিক্ষার্থীদের অনুষ্ঠানে কী পোশাক পরে যাবে, তারও কোনো সেন্স নেই!’
আরেকজন লেখেন, ‘সামান্য ড্রেসিং সেন্স ও নেই এদের! কোথায় কী পরে যেতে হয় জানে না।
এসএন