রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাঠের পারফরম্যান্সে আলাদা করে তেমন কিছু করতে পারেননি, যেটার জন্য আলোচনায় আসবেন ভিনিসিয়ুস জুনিয়র। তারপরও আলোচনার কেন্দ্রে তিনি। অবশ্য সেটা নেতিবাচক কারণেই।
ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে রেফারি ও দর্শকদের প্রতি আপত্তিকর ইঙ্গিত করেছিলেন ভিনিসিয়ুস। এবারই যে প্রথম তার বিরুদ্ধে এমন অভিযোগ তেমনটা কিন্তু নয়। এর আগেও অনেকবার এসবের কারণে সমালোচনার মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ভিনিসিয়ুস। খেলা চলাকালেই প্রতিপক্ষ সমর্থকদের দিকে দুই আঙুল দেখিয়ে ইঙ্গিত করেন তিনি। লম্বা সময় স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরে থাকা ওবিয়েদো সমর্থকদের সম্ভবত সেটাই মনে করিয়ে দিচ্ছিলেন ভিনি।
এই ব্রাজিলিয়ানের এমন আচরণে বিরক্ত দলটির সাবেক স্পোর্টিং ডিরেক্টর ও খেলোয়াড় মিয়াইতোভিচ। তিনি বলেন, 'এই মুহূর্তে জাবি আলোন্সো পরিষ্কার করেছেন যে, প্রতিষ্ঠিত খেলোয়াড়দের তিনি দলে চান। আনচেলত্তির দলে ভিনির শক্ত জায়গা ছিল। কিন্তু সে আগে কী করেছে, সেটা জাবি পাত্তা দিচ্ছে না।'
'কিছু ব্যাপার কখনও পাল্টায় না। আমার দিক থেকে, এই আচরণ রিয়াল মাদ্রিদের জার্সিতে মানানসই নয়। সবার সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়েই তার নিজেকে অনুপ্রাণিত করতে হবে। সে অসাধারণ খেলোয়াড়; কিন্তু এখানে থাকার জন্য সে উপযুক্ত কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে।'
এমআর/এসএন