টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে কক্সবাজারে আনা বিপুল পরিমাণ ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে তেলের ড্রামে লুকানো ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার শহরের পেশকারপাড়ার আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়ার আবু তাহের (৪২), ঈদগাঁও ইসলামাবাদের ফিরোজ (৩৮) ও মোস্তাক আহাম্মদ (৪০), কক্সবাজার লাহারপাড়া বাস টার্মিনালের নবী হোসেন (৩৮) ও জাফর আলম (৬৩), চকরিয়ার শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের সেলিম (৬৮) এবং আবুল কালাম ওরফে কালু (৭০)।
রাত ১২টার দিকে এক বিবৃতিতে র্যাব-১৫-এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারির পর কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় অভিযান চালানো হয়। পরে ট্রলারটি ফিশারিঘাট এলাকায় নিয়ে তল্লাশি চালালে তেলের ড্রামের ভেতর কৌশলে লুকানো বিপুল ইয়াবা পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারের মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মহেশখালীর মো. বোরহান উদ্দিনের নাম উঠে এসেছে। বোরহান দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত, তবে তিনি বর্তমানে পলাতক।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পিএ/টিএ