‘আপনার প্রতি কেউ খুশি নয়’— মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।”

তবে তিনি আরও বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন”। রবুকা সম্প্রতি মোদির সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা এ কথা জানান।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রোববার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য।

সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একইসঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রবুকাকে জিজ্ঞেস করা হয়— বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘ওশান অব পিস’ ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। রবুকা বলেন, “আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে... প্রধানমন্ত্রী মোদি গতকাল আমাদের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন।”

তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গত বছর এবং চলতি বছরে আলোচনায় বিষয়টি গ্রহণ করেছেন। রবুকা বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তাই আমি পরিবারের ধারণার কথা বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”

তিনি আরও বলেন, “এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি— আপনার প্রতি কেউ খুশি নয়। তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।”

সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এতে চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

মূলত রবুকার প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রথম ভারত সফর। সোমবারের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে “ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা” করেছেন।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সুপারস্টার রজনীকান্তের জীবনকাহিনী থেকে আসছে বায়োপিক! Aug 28, 2025
img
জন আব্রাহামের ‘তেহরান’ জি৫-এ গড়ল দ্রুততম রেকর্ড Aug 28, 2025
img
জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’ Aug 28, 2025
img
‘ব্রিজ’-এ মাধবনের সঙ্গে জুটি বাঁধলেন রাশী খান্না Aug 28, 2025
img
আখণ্ডা ২-এর পর এবার আদিত্য ৯৯৯ এর প্রস্তুতিতে বালাকৃষ্ণ Aug 28, 2025
img
বছরে টাকা ছাপানো-বিতরণে ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর Aug 28, 2025
img
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 28, 2025
img
শাহবাগে যান চলাচল শুরু Aug 28, 2025
img
আলিয়াকে খোঁচা দিয়ে সমালোচনার মুখে পায়েল Aug 28, 2025
img
বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের Aug 27, 2025
img
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা Aug 27, 2025
img
মোরসালিন-কিউবাদের অনুশীলনে আবারও ক্যাবরেরা Aug 27, 2025
img
পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু Aug 27, 2025
img
দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের Aug 27, 2025
img
ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার Aug 27, 2025
img
রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম Aug 27, 2025
img
দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা Aug 27, 2025
img
গাজা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন ট্রাম্প Aug 27, 2025
img
আইনগত আরও পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ Aug 27, 2025