মাত্র ১৩ বছর বয়সেই অবসাদের শিকার তারকাসন্তান। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিংহ নিজের ভ্লগে, বড় ছেলে আর্যমনের জীবনের সেই অজানা অধ্যায়ের গল্প ভাগ করে নিলেন। লন্ডনে পড়ার সময় এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান আর্যমন।
লন্ডনে বোর্ডিং স্কুলে পড়ার সময় এক বার অসুস্থ হয়ে পড়েছিলেন আর্যমন। সেই সময় মনের ঠিক কী অবস্থা হয়েছিল অর্চনার? সেই পরিস্থিতির কথা আর্যমনকে শোনালেন তিনি। বললেন, “জীবনে আরও একটা বড় ধাক্কা খেয়েছিলাম যখন লন্ডনে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে।” স্মৃতি হাতড়ে অভিনেত্রী জানান, তখন ছেলে পা ভেঙে ফেলেছিল। অর্চনার কথায়, “আমি জানতাম পায়ের সঙ্গে সঙ্গে তোমার স্বপ্নও ভেঙেছিল। মন ভেঙেছিল তোমার। সেই থেকে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ তুমি। কেউ সেটা জানে না। সকলেই তোমাকে হাসিখুশি, আনন্দে মাততে দেখে।”
এর পরেই অবসাদের প্রসঙ্গ তোলেন অভিনেত্রী। তাঁর কথায় ‘জীবনের এক অন্ধকার অধ্যায়’ দেখেছেন আর্যমন। ছেলের দিকে তাকিয়ে মাকে বলতে শোনা যায়, “তোমার চোখ থেকে জীবন, আনন্দ সব উবে যেতে দেখেছিলাম। অবসাদে ভুগছিলে তুমি।” অর্চনা ও তাঁর স্বামী অভিনেতা পরমীত সেঠীর ভ্লগের মাধ্যমেই এখন বেশ পরিচিত তাঁদের বড় ছেলে। তাঁর কথায়, মানুষ মনে করেন যে টাকাপয়সা, বাড়ি বা পরিবার থাকলে অবসাদ কাউকে গ্রাস করতে পারে না। “অবশ্যই অনেক মানুষের জীবন আমার থেকে অনেক বেশি কঠিন, কিন্তু ওই সময়টা আমার জন্যও বেশ কষ্টের ছিল।” তবে এখন তিনি সুস্থ। ফিরে পেয়েছেন জীবনীশক্তি। মা-বাবা এবং প্রেমিকার সাহায্যে নিজের জীবন আনন্দে কাটাচ্ছেন আর্যমন, জানা গেল ভিডিয়ো থেকে।
এসএন