প্রভাসের ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁর বহু প্রতীক্ষিত ছবিতে পুরনো সেই চেনা রূপ দেখার জন্য। মারুথি পরিচালিত ও পিপল মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত ‘দ্য রাজা সাব’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৫ ডিসেম্বর ২০২৫। তবে ছবির নির্মাতারা নতুন ঘোষণায় জানিয়েছেন, মুক্তির তারিখ পিছিয়ে ৯ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে ছবির পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেখানে দেখা মিলেছে একেবারে ভিন্ন আঙ্গিকে প্রভাসকে-যা অনেকটা তাঁর ‘বাহুবলী’ সময়কার স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে যেখানে তিনি মূলত ভারী অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করেছেন, সেখানে ‘দ্য রাজা সাব’ যেন দর্শকদের জন্য নতুন এক চমক।
মুক্তির তারিখ পিছিয়ে গেলেও এটি আসছে আগামী বছরের জানুয়ারিতে, ঠিক সংক্রান্তি উৎসবের মৌসুমে। ফলে বক্স অফিসে ছবির জন্য বড় উইন্ডো তৈরি হবে, আর নতুন বছর শুরুতেই দর্শকদের জন্য হবে বড় উপহার। ইতোমধ্যেই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে, আর মুক্তি বিলম্বিত হওয়ায় কৌতূহল যেন আরও বেড়েই চলেছে।
টিকে/