দীর্ঘ দুই দশকের দাম্পত্যের ভাঙন যেন একসময় নীলাঞ্জনা শর্মার পৃথিবীটাকেই ওলটপালট করে দিয়েছিল। সেইসঙ্গে মাতৃবিয়োগের যন্ত্রণা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল অনেকটাই। কিন্তু সবকিছু কাটিয়ে ধীরে ধীরে নিজের জীবনকে নতুন করে সাজিয়েছেন এই প্রাক্তন অভিনেত্রী। এখন তিনি শুধু দুই মেয়ে সারা ও জারাকে আঁকড়ে ধরে এগিয়ে চলছেন, পাশাপাশি ধারাবাহিক প্রযোজনার কাজেও সফলভাবে যুক্ত রয়েছেন।
যিশুহীন সংসারে এই প্রথম বড় করে গণেশ পুজোর আয়োজন করলেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে ধুমধাম করে পূজার আয়োজন করেন তিনি। মুম্বইয়ে কর্মসূত্রে থাকা বড় মেয়ে সারা বিশেষভাবে বাড়ি ফিরেছিলেন মায়ের সঙ্গে পুজো করতে। কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে শুরু করে পূজার নানা আচার অনুষ্ঠান সবেতেই দুই বোনকে সক্রিয় দেখা গেছে। সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া সেই ভিডিওতে দেখা গেছে, মা ও দুই কন্যা একই রঙের হলুদ পোশাকে সেজেছেন। কখনও নারকেল ফাটিয়ে পূজার শুভসূচনা করছেন নীলাঞ্জনা, কখনও ভক্তিভরে আরতি করছেন সারা-জারা। রূপোর থালায় পঞ্চব্যঞ্জনের ভোগ সাজানো হয়েছে পূজামণ্ডপে। এমনকি তাঁদের আদরের পোষ্য এবং নীলাঞ্জনার বাবাকেও উপস্থিত দেখা গেছে অনুষ্ঠানে। বিদায় লগ্নে গণপতির কানে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন “আসছে বছর আবার আসিস।” বাড়ির অস্থায়ী পুকুরেই বিসর্জন দেওয়া হয়েছে প্রতিমা।
অন্যদিকে যিশু সেনগুপ্ত ব্যস্ত রয়েছেন তাঁর প্রযোজনা সংস্থার নানা কাজে। সম্প্রতি তাঁর প্রযোজনায় তৈরি পুজোর মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। এছাড়াও তিনি বলিউড অভিনেতা ইমরান হাসমির সঙ্গে একটি বিজ্ঞাপনী ভিডিও শুট করছেন।
যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের গুঞ্জন যদিও অনেক দিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে, তবে এ নিয়ে তাঁরা মুখ খোলেননি। একসময় ‘আদর্শ দম্পতি’র উদাহরণ হিসেবে যাঁদের দেখা হতো, তাঁদের আলাদা হয়ে যাওয়ার খবর অনুরাগীদের মন ভেঙেছে। তবে নীলাঞ্জনার জীবনে এখন তাঁর দুই মেয়েই সবকিছু। আর যিশুও নিজস্ব জগতে ব্যস্ত। জীবন যে এগিয়ে চলে, তা তাঁদের দুই জীবনের ভিন্ন ভিন্ন পথে চলার গল্পই প্রমাণ করে দিচ্ছে।
এমকে/এসএন