প্রথম কন্যাসন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। পরে যমজ সন্তান নোয়া ও অ্যাশরের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে হাজির হয়ে এই পথচলার কথা খোলামেলা ভাবে জানিয়েছেন অভিনেত্রী।
সানি জানান, সারোগেসির জন্য যে মহিলাকে তাঁরা বেছে নিয়েছিলেন, তাঁর জীবন আজ পুরোপুরি বদলে গেছে। সারোগেসির মাধ্যমে পাওয়া অর্থ এতটাই বড় ছিল যে, সেই টাকায় তিনি একটি বড় বাড়ি কিনেছেন, এমনকি ধুমধাম করে বিয়েও করেছেন। সানির কথায়, “আমরা তাঁকে প্রতি সপ্তাহে অর্থ দিতাম। এতটাই বড় অঙ্ক ছিল যে তাঁর জীবন পুরোই বদলে যায়।”
পডকাস্টে সোহা বলেন, “আজকের পর্বে আমরা বাবা-মা হওয়ার বিভিন্ন উপায় নিয়ে কথা বলব।” সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহোও। সেখানে সানি খোলাখুলি স্বীকার করেন, তিনি নিজে কখনও সন্তানধারণ করতে চাননি। তাঁর ভাষায়, “আমি সবসময়ই চেয়েছিলাম সন্তান দত্তক নিতে। তারপর সারোগেসির মাধ্যমে মা হই।”
২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তখনও দু’জনই প্রাপ্তবয়স্কদের দুনিয়ায় কাজ করতেন। ২০১৭ সালে নিশাকে দত্তক নেন তাঁরা, পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম হয় নোয়া ও অ্যাশরের। আজ তিন সন্তানের মা সানি দত্তক ও সারোগেসি— দুই পথের অভিজ্ঞতাই খোলাখুলি ভাগ করে নিলেন।
এসএন