বলিউডের পার্টি মানেই যেন রণবীর সিং। তাঁর অসাধারণ এনার্জি ও স্বতঃস্ফূর্ততা যে কোনও আসরকে মুহূর্তে জমিয়ে তোলে। এবারও তার ব্যতিক্রম হলো না। মুম্বাইয়ের বিলাসবহুল আন্তেলিয়ায় আম্বানিদের গণপতি উৎসবের শেষ দিনে দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে হাজির হন রণবীর। প্রাসাদোপম বাড়ির পুজোর মঞ্চে ‘দেবা শ্রী গণেশা’ গানে তাঁর সরাসরি নাচের পারফরম্যান্স যেন পুরো পরিবেশকেই উল্লাসে ভরিয়ে তোলে।
সোনালি রঙের পোশাকে দীপিকা ও রণবীরের উপস্থিতি নজর কাড়ে সবার আগে। গলায় হলুদ উত্তরীয়, হাতে ফুল নিয়ে ভক্তিভরে বাপ্পাকে প্রণাম জানান তারা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
দর্শকেরা যেমন মুগ্ধ হয়েছেন রণবীরের পারফরম্যান্সে, তেমনই অনেকে তাঁকে ‘পার্টি কিং’ আখ্যা দিতে ভোলেননি। তবে রণবীরের সঙ্গে দীপিকাকে নাচতে দেখা যায়নি।
পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও উপস্থিত ছিলেন এই আয়োজনে। ফলে পুরো অনুষ্ঠানজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দীপবীর জুটি। এক বছর আগে একই সময়ে তাঁদের সংসারে কন্যা সন্তানের আগমন ঘটেছিল। কিন্তু তারপর থেকে খুব কমই প্রকাশ্যে একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতিকে। তাই অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল এই উৎসব।
বক্স অফিসে রণবীরের সাম্প্রতিক ছবি খুব একটা সাড়া ফেলতে না পারলেও, তাঁর প্রতি ভক্তদের ভালোবাসায় কোনও ভাটা পড়েনি। বরং তাঁর অদম্য এনার্জি ও প্রাণবন্ত উপস্থিতিই তাঁকে আলাদা করে রেখেছে। এবারের গণপতি উৎসবের আসরে সেই ছাপ রেখেই যেন আবারও প্রমাণ করলেন, পার্টি হোক বা পুজো আসল প্রাণ রণবীর সিং।
এমকে/এসএন