নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানান অভিযোগ তুলে নওগাঁয় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের এই ঘোষণা দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার নেতারা।

এবাদুল ইসলাম তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে-ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অপমানজনক। দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই, উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, সম্প্রতি নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সব অঙ্গসংগঠনের নেতাদের মৌখিক ভোট উপেক্ষা করে জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে, যা ওই উপকমিটিই জানে না। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও, নিয়ন্ত্রণ করছে অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে। কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকেই অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা একপ্রকার চাপ ও অবিচার। নতুন ধারার রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরনো ধ্যানধারণা ও আচরণেই চলছে সব কিছু। শুধু নওগাঁ জেলা নয় রাজশাহী বিভাগ উচ্চ ক্ষমতা প্রয়োগ করে সংগঠনের প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবির গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এস এম সাব্বির এদের সব ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দেন কেন্দ্রীয় নেতারা।

বর্তমান সংগঠন তার মূল পথ ও উদ্দেশ্য থেকে সরে এসেছে। তাই নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সংগঠন থেকে শতাধিক নেতাকর্মী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, নওগাঁ জেলায় গণঅধিকার পরিষদের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে সাধারণ সম্পাদকের পদে যার নাম আছে তার কোনো যোগ্যতা নেই। শুধু স্বজনপ্রীতি করে তাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটিকে প্রত্যাখ্যান করে আমরা নওগাঁ জেলাতে গণধিকার পরিষদকে অবাঞ্চিত ঘোষণা করলাম। গণঅধিকার পরিষদের অস্তিত্ব নওগাঁতে থাকবে না।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের বর্তমান কমিটি ঘোষণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

মহড়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত Aug 29, 2025
ঝুঁকিপূর্ণ নির্বাচনের সতর্কবার্তা দিলেন ইসি আনোয়ারুল Aug 29, 2025
মুড়ি পার্টির নামে প্যানেল নাম মুখস্ত করাচ্ছে একটি ছাত্র সংগঠন: হামিম Aug 29, 2025
বিশ্বের প্রথম এইডস ভ্যাকসিন তৈরি করছে রাশিয়া Aug 29, 2025
বিচার নিয়ে আস্থা সংকট, জামিন চাননি লতিফ সিদ্দিকী Aug 29, 2025
img
আলেকাজান্ডার আরনল্ডকে বাদ দিয়ে ইংল্যান্ডের দল ঘোষণা Aug 29, 2025
img
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং Aug 29, 2025
img
কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন একাধিক প্রার্থী Aug 29, 2025
img
দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্ব এবার বাঁধা পড়ল সম্পর্কের নতুন বন্ধনে Aug 29, 2025
img
কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না : মান্না Aug 29, 2025
img

গোলাম পরওয়ার

সংস্কার ও বিচার হওয়ার আগে জনগণ নির্বাচন মানবে না Aug 29, 2025
img
আওয়ামী লীগের কোনো দোসরকে কমিটিতে আনা যাবে না: এসএম জিলানী Aug 29, 2025
img
বিয়েতে রাজি হলেও শর্ত জুড়ে দিলেন সুস্মিতা সেন! Aug 29, 2025
img
শতাব্দীর গোসলের জন্য প্রতিদিন এক বালতি বরফ পাঠাতেন প্রযোজক Aug 29, 2025
img
ভারতে প্রত্যেক পরিবারকে ৩ সন্তান নিতে বললেন আরএসএস প্রধান Aug 29, 2025
img
দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা Aug 29, 2025
img
পিআর না হলে যারা বলে নির্বাচন করব না, শেষ পর্যন্ত তারাও আসবেন : জাহেদ উর রহমান Aug 29, 2025
img
দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন : ডা. জাহিদ Aug 29, 2025
img
মাত্র ২০ বলের জন্য ৩৪ হাজার কিলোমিটারের যাত্রা! Aug 29, 2025
img
শামীমের খেলা নিয়ে ধোঁয়াশা, ইমনকে নিয়ে আশাবাদী সিমন্স Aug 29, 2025