পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র চর গঙ্গামতি সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসনাত (১৯) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের এ অভিযানে তাকে দণ্ড দেয়া হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড কার্যকর করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থা পনা আইন ২০১০- এর ৪ ও ১৫ ধারায় হাসনাতকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক বলেন, ‘সৈকতের বালু উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, চর গঙ্গামতি সৈকত কুয়াকাটা সমুদ্রসৈকতের পাশেই অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন পল্লী। সম্প্রতি এখান থেকে বালু উত্তোলনের প্রবণতা বেড়ে যাওয়ায় সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং ভাঙন ঝুঁকি বাড়ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন এলাকাসহ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে।
ইএ/টিকে