ড. ইউনূস ঘটকের মতো, ভালো সংসার করলেও কোনো ক্রেডিট হয় না : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি এভাবেই বলছিলাম যে ওনার (ড. ইউনূস) দায়িত্ব হয়ে গেছে ঘটকের মতো। যখন ঘটকের ঘটকালি করা বিয়েতে পাত্র-পাত্রী ভালো সংসার জীবনযাপন করে, কোনো ক্রেডিট ঘটকের হয় না। কিন্তু যদি সমস্যা হয় সবাই ঘটক বেটাকে খুঁজে বের করে। দেশ খুব ভালো চললেও এভাবে বলত, ডক্টর ইউনূস তো দেশ ভালো চালাবেনই।

ভালো নির্বাচন তো দেবেনই। কিন্তু যদি উনি খারাপ করেন ওনার সুনামের ক্ষতি হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এ এক ভিডিওতে এমন মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বারবার একটা কথা বলছেন যে, দেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচনটা এবার হবে।

এখন প্রশ্নটা হচ্ছে, তিনটা দলের কথা বললাম (জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি), তারা যদি নির্বাচন না করেন, তাহলে খুব সিরিয়াস একটা ক্রাইসিস তৈরি হবে। সেটা হচ্ছে তখন মাঠে বিএনপি ও তার সাথে এলাইনড রাজনৈতিক দল ছাড়া আর কেউ থাকে না। তাহলে বিরোধী দল কে হবে?’

বিরোধী দল কে হবে, সেটি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি আছে খানিকটা। তবে জাতীয় পার্টির মধ্যেও সমস্যা দেখছি আমরা।

সেটা দুই ভাগ হয়ে গেছে বা জাতীয় পার্টি ইটসেলফকে নিষিদ্ধ করার আলাপ এই দলগুলোই আনবে, আমি বহুবার বলেছি। কারণ জাতীয় পার্টিকে যদি রাজনীতির মাঠ থেকে এলিমিনেট করে দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগও নাই জাতীয় পার্টিও নাই, তারা একচ্ছত্র ক্ষমতা পেয়ে যায়। তারা নির্বাচনে যাব না, এটা বলে ঠ্যাক দিয়ে দেওয়াটা তাদের জন্য সহজ হয়।
এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিদ্যমান প্রেক্ষাপটে সরকারকে আসলে রোল প্লে করতে হবে। এখন প্রধান উপদেষ্টা যখন বলছেন একটা শ্রেষ্ঠতম নির্বাচন তিনি করে যেতে চান, তখন তাকে সেটা আসলে করে দেখাতে হবে।

আমি স্মরণ করব এবং আমি প্রায় এটাকে কোড করি। তিনি একটা ইন্টারভিউতে স্পষ্টভাবে বলেছিলেন, উনারা ঠিক সরকার নন, উনারা ফ্যাসিলিটে এবং এটা সত্য যে এই সরকারটা কোনো স্পেসিফিক দলের না।’

তিনি বলেন, ‘আমরা এই সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার কারো কারো প্রতি কিছু বায়াসের কথা আলাপ করতে পারি। স্বয়ং প্রধান উপদেষ্টার বায়াস নিয়েও আমার মন্তব্য আছে বলেছি। কিন্তু দিনের শেষে সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে, সরকারকে আসলে দায়িত্ব নিতে হবে, এই দলগুলো যেন নির্বাচনে আসে। এটার জন্য যা যা প্রয়োজন সরকারকে সেই রকম আলোচনা বা চাপ যাই বলি সেটা করতে হবে। এটা ডক্টর ইউনুসের নিজের স্বার্থেও জরুরি।’

জাহেদ উর রহমান বলেন, দেশের টারময়েলের টাইমে তিনি দায়িত্ব নিয়েছেন এবং উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন। ওনার এখন সর্বশেষ পরীক্ষা যেটি, সেটি যদি উনি করে যেতে পারেন, তাও মোটা দাগে ওনার মানসম্মান রক্ষা হবে। সেটা হচ্ছে উনি একটা ভালো নির্বাচনের মাধ্যমে সবার অংশগ্রহণে, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যেতে চান, তাহলে উনি মোটামুটি সন্তুষ্ট। আমি আবারও বলি ওনার যে স্ট্রেচার, ওনার যে নাম-সুনাম, তার ওপরে ভিত্তি করে আমাদের যে এক্সপেক্টেশন, সেটার তুলনায় উনি আসলে তেমন কিছুই আমাদের সামনে দিতে পারেননি, করতে পারেননি। এটা সত্য, কিন্তু এটুকু করে যেতে বেয়ার মিনিমাম, এটা না হলে আমাদের দেশ একটা ডিজাস্টারের মধ্যে ঢুকে যাবে।’

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয়, ফেব্রুয়ারিতে যদি একটা ভালো নির্বাচন না হয় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তরিত না হয়, তাহলে আসলে ডিজাস্টার হবে। সুতরাং ফ্যাসিলিটেটরের ভূমিকায় সরকারকেও খুব সিরিয়াস দায়িত্ব নিতে হবে, যাতে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা সব দল নির্বাচনে আসে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও: রিয়া গাঙ্গুলী Dec 06, 2025
img
কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, মুখ খুললেন বাদশা Dec 06, 2025
img
সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র: ইইউ Dec 06, 2025
img
মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই ক্যাপিটালস Dec 06, 2025
img
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি Dec 06, 2025
মানহানি মামলায় বিপাকে কঙ্গনা রানাউত Dec 06, 2025
টি-টোয়েন্টিতে যে সাফল্য চেয়েছি, আমরা কাছাকাছি গিয়েছি: সালাউদ্দিন Dec 06, 2025
img

রাজা গোস্বামী

মানুষ যত উপরে উঠছে, বাড়ির তলা বাড়ছে, ততই সম্পর্কের গভীরতা কমছে Dec 06, 2025
পোস্টাল ভোট অ্যাপে তথ্য সংশোধনের শেষ দিন আজ Dec 06, 2025
ছাত্রদলের আবিদুলের গণমাধ্যম বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন! Dec 06, 2025
img
দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Dec 06, 2025
ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক পরিকল্পনা পাকিস্তানের Dec 06, 2025
img
আইজিপিকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি Dec 06, 2025
নির্বাচনী জোট গঠনে কৌশল বিএনপি-জামায়াত-এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর Dec 06, 2025
img
স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী Dec 06, 2025
img
আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি : সাবিকুন নাহার Dec 06, 2025
img
জয়ে ফিরল মোহামেডান, পয়েন্ট হারাল আবাহনী Dec 06, 2025
img
শেষ হলো বাঁধন সুনেরাহ ও শিমুদের শুটিং Dec 06, 2025
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে Dec 06, 2025
জয়ের অঙ্ক মেলাতে সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত | Dec 06, 2025