বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার কিছু পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। ছবিটি ২০১১ সালে ছাত্রলীগের হামলায় আহত সাদেক হোসেন খোকার।
ছবির ক্যাপশনে ইশরাক প্রশ্ন তোলেন, ‘তখন ৭১-এর অবমাননা হয় নাই? তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই?’
ইশরাক তার পোস্টে লিখেন, ‘সাদেক হোসেন খোকা, ৭১-এ পাকিস্তানিদের কাঁপিয়ে দেয়া গেরিলা যোদ্ধা। ২০১১ সালে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হলেন। হাসিনা সংসদে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে বলল, গরুর রক্ত মেখে নাটক করছে খোকা। এই বীর মুক্তিযোদ্ধা ক্যানসার অবস্থায় জেলে গেছেন, দেশে ইভেন মরার সুযোগটাও পান নাই। তখন কয়জন বিবৃতি দিয়েছিলেন? একজন মুক্তিযোদ্ধার রক্ত দেখে কয়জন কষ্ট পেয়েছিলেন?’
তিনি আরও লেখেন, ‘এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলা হয়েছে, স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই? তখন কেন বিবৃতি আসে নাই?’
পোস্টে আওয়ামী লীগের সমালোচনা করে ইশরাক আরও বলেন, ‘যেই চেতনায় দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট আওয়ামী লতিফ সিদ্দিকীর জন্য দরদ উথলে পড়ে, আর যে চেতনা সাদেক হোসেন খোকার রক্তকে হালাল করে দেয়, সেই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা না, আওয়ামী চেতনা। এই আওয়ামী চেতনাকে আমরা এই দেশে আর কোনোদিন ফেরত আসতে দেব না।’
ইশরাকের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।
টিকে/