টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে আগামী ১৬ সেপ্টেম্বর ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে তার নাম যুক্ত থাকায় এই সমনের নির্দেশ জারি হয়েছে। টলিপাড়ার সূত্রের খবর, এই ধরনের অভিযোগে বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক তারকা আগে থেকেই আইনি জটিলতায় পড়েছেন।
উল্লেখযোগ্য, অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জেরে আগে বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাওতেলা এবং সুরেশ রায়নার মতো তারকারাও আইনি জটিলতায় পড়েছেন। গত জুন মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বহু তারকা বয়ান দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা।
সূত্র জানায়, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির চলমান তদন্তের অংশ হিসেবে। এই ধরনের প্রচারে তারকাদের সোশাল মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করা হয়, যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলিও আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন।
অঙ্কুশকে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
এমকে/এসএন