গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় অনেক জোরে আঘাত করা হয়েছে, তাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
শনিবার (৩০ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন নুরের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের সোডিয়াম লেভেলের থেকে কম আছে নুরের শরীরে। এই লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। তখন আলাদা ব্যবস্থা নিতে হবে।’
এদিকে, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম বলেন, ‘নুরুল হকের ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। নাকের বোন ভেঙে গেছে। ডান চোখে দেখতে পারছেন না তিনি। স্বাভাবিক চলাচল কখন করতে পারবেন সেটি বলা যাচ্ছে না।’
ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জানিয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধার ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই।’
শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।
টিএ/