চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির দুর্দান্ত জয়রথ থামাল হামজার লেস্টার সিটি। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটি ২-০ গোলের জয় তুলে নিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে। তবে ম্যাচের ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক, বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। ফলে নেপালের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে তাকে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
খেলার শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক লেস্টার। মাত্র আট মিনিটে আব্দুল ফাতাউয়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে ১-০ তে লিড নেয় তারা। প্রথমার্ধে বার্মিংহাম পুরোপুরি চাপে থাকলেও বিরতির পর তারা কয়েকটি সুযোগ তৈরি করে। কিয়োগো ফুরুহাশির ভলিটি গোলবারের ওপর দিয়ে চলে যাওয়ায় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়।
শেষ দিকে আরও একবার আঘাত হানে লেস্টার। ১৬ বছর বয়সী বদলি জেরেমি মঙ্গারের নিখুঁত ক্রস থেকে রিকার্দো পেরেইরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে গোলরক্ষক স্টোলারচিকের দুর্দান্ত সেভে লেস্টারের জয় নিশ্চিত হয়। বার্মিংহাম টানা দ্বিতীয় হারের মুখ দেখে, এর আগে লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল পোর্ট ভেলের কাছে।
এই জয়ের ফলে লেস্টার ৪ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, বার্মিংহাম সমসংখ্যক ম্যাচে দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমেছে।
ম্যাচে ৭২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল দেখা গেছে হামজাকে। ম্যাচ শেষে লেস্টার সিটির অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন হামজা চৌধুরী। তাই ধারণা করা হচ্ছে চোট বেশি গুরুতর নয়।
এসএস/এসএন