চলচ্চিত্র নির্মাতা ওম রাউত নিশ্চিত করেছেন, দক্ষিণী সুপারস্টার ধনুষ এবার ভারতের প্রিয় বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালামের জীবনের ওপর ভিত্তি করে তৈরি বায়োপিক ‘কালাম: দ্যা মিসাইল ম্যান অব ইন্ডিয়া’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন।
পরিচালক জানান, ধনুষের মতো প্রতিভাবান অভিনেতা ছাড়া এই চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। চলচ্চিত্রটি কালামের বৈজ্ঞানিক পথচলা থেকে শুরু করে ‘জনতার রাষ্ট্রপতি’ হয়ে ওঠার যাত্রা তুলে ধরবে।
প্রথম লুক এই বছরের কানস চলচ্চিত্র মার্কেটে প্রকাশ করা হয় এবং তা ইতিমধ্যেই বিশ্বজুড়ে উত্তেজনা তৈরি করেছে। ওম রাউত জানান, কালামের জীবন ও বই তাঁর ব্যক্তিগত জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি আশা করেন, চলচ্চিত্রটি বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
ধনুষের প্রাকৃতিক তীব্রতা ও চরিত্রের গভীরতা এই বায়োপিককে দশকের সবচেয়ে প্রেরণাদায়ক চলচ্চিত্রের একটি করে তুলবে।
এসএন