ভারতীয় সিনেমায় আসছে প্রথম পূর্ণাঙ্গ জম্বি প্রেমকাহিনী
মোজো ডেস্ক 02:55PM, Aug 30, 2025
বলিউডে নতুন ধরনের গল্পের সম্ভাবনা উন্মোচিত হতে চলেছে। সদ্য সফল ‘লাপাত্তা লেডিস’ ছবির স্পর্শ শ্রীবাস্তব এবং সমালোচকদের মন জয় করা ‘খো গেছে হুম কোথান’-এর অনন্যা পাণ্ডে জুটি বাঁধতে যাচ্ছেন একটি জম্বি প্রেমকাহিনীর জন্য। ভারতীয় সিনেমায় এই ধরনের বিষয় এখনও খুব কম দেখা গেছে।
সূত্র জানাচ্ছে, এই অপ্রত্যাশিত জুটি একদিকে স্পর্শ এর বাস্তবমুখী অভিনয়শৈলী, অন্যদিকে অনন্যার জনপ্রিয়তার সমন্বয় ঘটাবে। যদিও বলিউডে আগে ‘Go Goa Gone’ বা ‘Betaal’-এর মতো কিছু জম্বি বিষয়ক চলচ্চিত্র এসেছে, তবে একটি পূর্ণাঙ্গ রোমান্টিক জম্বি নাটক নতুন দিক নির্দেশ করতে পারে। এতে হরর-কমেডি এবং আবেগময়তার সমন্বয় সাধারণ দর্শকের সামনে আসবে।
বর্তমানে প্রকল্পটি গোপনীয়তায় রেখেও ইতিমধ্যেই প্রচুর উত্তেজনা তৈরি হয়েছে। দুজন অভিনেতার সাহসী পছন্দের কারণে এই ছবি হতে পারে ভারতীয় সিনেমায় সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ ধাপ।