এক সময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন শাহরিয়ার নাজিম জয়। নিজের সময়ে মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন। সিনেমাতেও দেখা গেছে এই অভিনেতাকে।
অভিনয়ে তিনি যখন বেশ জনপ্রিয় তখনই কিনা ছেড়ে দেন এই অঙ্গন। মাঝে ফিরে আসেন উপস্থাপক হয়ে। এই মাধ্যমেও বেশ সফলতা পান। গত প্রায় পাঁচ বছরে উপস্থাপক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা।
উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো। এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এক পোস্টে তিনি জানিয়েছেন যে, ‘অনেক স্বার্থপর বাবা দেখেছি।’
পোস্ট দিয়ে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আমার জীবন যেমন তেমন তোর জীবনটা আগে। দাদা ভেবেছিল বাবার কথা। বাবা ভেবেছিল আমার কথা। আমি ভাবছি তাদের কথা। আমার দাদার দাদা ভেবেছিল আমার দাদার কথা।’
স্বার্থপর বাবা দেখেছি উল্লেখ করে বলেন, ‘কিন্তু আমি কি আমার দাদার দাদাকে মনে রেখেছি? কিংবা দাদা কেও কি মনে পড়ে? তাহলে এত কেন ভাবা ভাবি? এসব ভাবাভাবীতে নিজের জন্য কি থাকে? তবে অনেক স্বার্থপর বাবা দেখেছি নিজেকে নিয়েই ভাবে।’
শেষে লিখেছেন, ‘এরা হয়ত বাবা হিসেবে অত ভালো না কিন্তু নিজের জন্যে নিজের জীবনের জন্য নিজেকে নিজে ভালোবাসার জন্য হয়তো তারাই ভালো।’
এসএস/টিকে