বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ-রক ব্যান্ড কোল্ডপ্লে ভারতীয় ভক্তদের জন্য নিয়ে আসছে আরেকটি নতুন চমক। ব্যান্ডটি ঘোষণা করেছে, ২০২৫ সালের জানুয়ারিতে তারা চতুর্থবারের মতো ভারতের মঞ্চে উঠবে। এবারের ভেন্যু হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আগামী ২৬ জানুয়ারি সেখানে অনুষ্ঠিত হবে কোল্ডপ্লের এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।
ব্যান্ডটির অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয়েছে, আহমেদাবাদের এই কনসার্ট হবে তাদের এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় আয়োজন। টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৬ নভেম্বর দুপুর ১২টা থেকে বুকমাইশো প্ল্যাটফর্মে। টিকিট কেনার সময় ভক্তদের জন্য রাখা হবে বিশেষ ভার্চুয়াল কিউ সিস্টেম, যাতে সুযোগ পাওয়া যায় সুষ্ঠুভাবে।
এর আগে মুম্বাইয়ে আগামী বছরের ১৮ ও ১৯ জানুয়ারি দুটি কনসার্টের ঘোষণা দেয় কোল্ডপ্লে। অর্থাৎ, দীর্ঘ এক দশক পর ভারতীয় মাটিতে টানা তিনটি শহরে গান শোনাবেন ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান ও উইল চ্যাম্পিয়নরা।
২০১৬ সালে মুম্বাইয়ে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল কোল্ডপ্লে। এরপর এত বড় আয়োজন নিয়ে ভারতে আর আসেনি ব্যান্ডটি। চলমান মিউজিক অব দ্য স্ফিয়ার্স বিশ্ব সফরের অংশ হিসেবে হচ্ছে এই ভারত সফর। ২০২২ সালে শুরু হওয়া এই ট্যুরে ইতোমধ্যেই বিশ্বের নানা প্রান্তের শ্রোতাদের মাতিয়েছে তারা।
‘ইয়েলো’, ‘দ্য সায়েন্টিস্ট’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’ আর ‘আ স্কাই ফুল অব স্টারস’-এর মতো বিখ্যাত গানগুলো এবার নতুন করে শোনার সুযোগ পাবেন ভারতীয় শ্রোতারা। বিশাল এই স্টেডিয়ামে হাজার হাজার মানুষ একসাথে উপভোগ করবে কোল্ডপ্লের সুরের জাদু।
টিকে/