৬ বলে ৬ ছক্কা হাঁকানোর নজির যে এবারই প্রথম, তা কিন্তু নয়। এর আগেও এমন কীর্তি গড়েছেন একাধিক ব্যাটসম্যান। তবে ভারতের ক্রিকেটার সালমান নিঝারের ১ ওভারে ৬ ছক্কা হাঁকানোটা একটু বিশেষই বটে। শুধু তাই নয়, শনিবার (৩০ আগস্ট) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে করেছেন ২৬ বলে ৮৬ রান, স্ট্রাইক রেট ৩৩০.৭৬।
২৮ বছর বয়সী ক্রিকেটার সালমান নিঝার যা করলেন, তাতে তো ভারতীয় ক্রিকেট পাড়ায় রীতিমতো হইচই পড়ে যাওয়ার কথা। বলতে পারেন কী এমন করলেন যে তাকে নিয়ে এত আলোচনা হওয়ার কথা! শুধু ৬ বলে ৬ ছক্কা, ২৬ বলে ৮৬ রান, এইতো; তাতে এত হইচই পড়ার কি আছে। সালমানের এসব কীর্তি কি এমন বিশেষ! কিন্তু আসল গল্পটা তো অন্য।
ইনিংসের শেষ ওভারটা করতে আসেন অভিজিৎ প্রবীণ। তার ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন সালমান। তবে সে ওভারে ৩৬ নয়, মোট রান উঠেছে ৪০। এর মধ্যে সালমানের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ৬ ছক্কার বাইরে একটি করে ওয়াইড ও ‘নো’ বল করেন অভিজিৎ। ওই ‘নো’ বলে ব্যাট থেকে আসে ২ রান। আর তাতেই গ্লোবস্টারসের সংগ্রহ ১৯ ওভারে ১৪৬ থেকে ২০ ওভারে পৌঁছে যায় ১৮৬-তে।
১৯তম ওভারেও প্রথম ৫ বলে টানা পাঁচটি ছক্কা মারেন সালমান। শেষ বলে ছক্কা হাঁকাতে পারলে ওই ওভারেও ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়তেন তিনি। তবে পেসার থাম্পির শেষ বলে আর বাউন্ডারি মারতে পারেননি সালমান, নিয়েছেন মাত্র ১ রান। তবে সব মিলিয়ে ইনিংসের শেষ ১২টি বৈধ ডেলিভারির মধ্যে ১১টিতেই ছক্কা মেরেছেন সালমান।
নিজের খেলা প্রথম ১৩ বলে ১৭ রান করেন সালমান। পরের ১৩ বল থেকে করেন ৬৯ রান। শেষ দুই ওভারে তার দল রান তোলে ৭১। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে সালমানের দল গ্লোবস্টাসই। ৩ বল বাকি থাকতে ১৭৩ রানে অলআউট হয়ে যায় ত্রিবান্দ্রম।
ইএ/টিকে