কারাভোগ করে জামিন পাওয়ার পর আবারও আলোচনায় এসেছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছেড়েও দেয়া হয়। এবার নতুন চেহারায় গানে ফিরতে চেয়েছেন নোবেল।
রংপুরের গঙ্গাচড়া অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এ কারণেই একটি ভিডিও পাঠিয়েছেন আয়োজকদের। সেখানেই নোবেলকে দেখা গেল।
চেহারায় ব্যাপক পরিবর্তন, মাথায় বড় বড় চুল রেখেছেন। নোবেলের এমন হাল দেখে অনেকে চিনতেই পারছিলেন না।
নোবেল বলেন, হ্যালো গঙ্গাচড়াবাসী আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর গঙ্গাচড়ায়।
জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধা অনুষ্ঠানে। স্থান গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে, গানে গানে।
এর আগে নোবেল কুড়িগ্রামে গিয়ে মাতাল অবস্থায় কনসার্টে অংশ নিয়েছিলেন।
পিএ/এসএন