মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে স্মরণিকা বের করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই)। স্মরণিকায় প্রকাশের জন্য বাংলা বা ইংরেজি ভাষায় লেখা প্রবন্ধ, নিবন্ধ, প্রাসঙ্গিক লেখা বা সাহিত্যকর্ম পাঠানোর আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের। স্মরণিকার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর।
সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে পাঠানো আইএমএলআই পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা চিঠিতে লেখার বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়েছে, ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, একুশের চেতনা ও মুক্তি আন্দোলনের প্রভাব, চব্বিশের জুলাই আন্দোলনে একুশের চেতনার প্রতিফলন, পরবর্তী আন্দোলনে একুশের প্রভাব, একুশের সাহিত্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা আন্দোলন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাষা সংগ্রাম ও মাতৃভাষার অনুশীলনসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, স্মরণিকায় প্রকাশের জন্য লেখা ১৫০০-২৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং এমএস ওয়ার্ড (SutonnyMJ ফন্ট) ও পিডিএফ উভয় ফরম্যাটে ই-মেইল করতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো- imli.moebd@gmail.com, adpublication2001@gmail.com এবং pofficer2001@gmail.com। এছাড়াও হার্ডকপি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ঠিকানায় পাঠানো যাবে।
অন্যদিকে, চিঠিটি আমলে নিয়ে এরই মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে। সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব প্রতিষ্ঠান- টেকনিক্যাল স্কুল ও কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভিটিটিআই এবং সংশ্লিষ্ট অফিসগুলোতে শিক্ষার্থীদের একুশের স্মরণিকায় লেখা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
একইসঙ্গে শিক্ষার্থীরা একুশের চেতনা, ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পরবর্তী আন্দোলনগুলোর প্রভাবসহ প্রাসঙ্গিক যেকোনো বিষয়ে লেখা পাঠাতে পারবে বলেও জানানো হয়েছে।
কেএন/টিকে