ফেনীতে ১৩ হাজার লিটার চোরাই পেট্রোলসহ ২ কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকা থেকে পেট্রোলবাহী ট্যাংকারটি জব্দ করা হয়। জব্দ পেট্রোলের বাজার মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ট্যাংকারটি জব্দ করা হয়।
আটকরা হলেন: চাঁদপুর জেলার কৃষ্ণপুর গ্রামের মোকসেদ আলী খানের ছেলে মো. শহিদুল্লাহ খান (৫৭), কুমিল্লার বুড়িচং থানার অ্যাবদারপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন লিটনের ছেলে মো. সৈকত হাসান (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরাকারবারি তেলের ট্যাংকারে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পেট্রোল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছে। র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক তেলের ট্যাংকারকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের আটক করে। এ সময় একটি লাল রংয়ের তেলের ট্যাংকের ভেতর প্রায় ১৩ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত তেলের ট্যাংকটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানী বহনকারী লরি ইত্যাদি হতে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অকটেন, ডিজেল ও পেট্টোল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কমমূল্যে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটকরা ও জব্দ আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএন/টিকে