সরকার গঠন তো দূর, জামায়াত ১০ সিটও পাবে কি না সন্দেহ : শহীদ খান

আসন্ন নির্বাচনে জামায়াত ১০ সিটও পাবে না। সেই তুলনায় জাতীয় পার্টির সম্ভাবনা বেশি উজ্জ্বল। এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের একটা স্বতন্ত্র অংশও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

শহীদ খান বলেন, ‘আমি জানি না জনগণ কাকে ভোট দেবে। জামায়াতকে দিলে আমি এক্সেপ্ট করব না এ রকম অবস্থায় আমি নেই। জামায়াতকে যদি ভোট দেয়, জামায়াত যদি সরকার গঠন করতে পারে খুব ভালো কথা। কারণ অন্য সব দলকে তো আমরা দেখেছি, এ রকম অনেকে বলেন না? বাট আমার কাছে মনে হয় যে জামায়াতের সরকার গঠন তো দূরের কথা, ১০ সিট মানে ডাবল ডিজিট স্পর্শ করতে পারবে কি না এটা আমার সন্দেহ আছে।

বাট করতেও পারে। তাদের সংগঠন শক্ত আছে এবং তারা জনগণের কাছে সেভাবে যেতে পারলে করতে পারে। কিন্তু বিরোধী দল হওয়ার জন্য তো ৫০/৬০/৭০/৮০ আসন লাগবে। একটা বড় বিরোধী দল যদি হতে চান, ১০টা সিট দিয়েও বিরোধী দল হওয়া যায়, মানে একটা গোষ্ঠী হওয়া যাবে।

জাতীয় পার্টির ভালো সম্ভাবনা আছে জানিয়ে শহীদ খান বলেন, ‘এখানে জাতীয় পার্টির একটা সম্ভাবনা আছে। তাদের যেহেতু একটা ভালো মার্কা আছে লাঙল মার্কা। তারা একসময় স্বৈরাচার ছিলেন। পরবর্তীকালে কিন্তু ’৯১-এর নির্বাচনে জেনারেল এরশাদকে জেলে রেখেছিলেন শাহাবুদ্দিন সাহেব, সেটার ব্যাপারে ওনাদের বক্তব্য আছে। কেননা ওই যে ফেয়ার ট্রিটমেন্ট ওনারা পাননি।

লেভেল প্লেয়িং ফিল্ড তার জন্য ছিল না। তার মধ্যে কিন্তু ৩৯টা সিটে ওনারা জিতেছিলেন। মানে একটা এলাকায় বেশি আবার কিছু কিছু এলাকায় জিতেছিলেন।’

তারপর যদি আওয়ামী লীগের যারা আছেন, যারা এখন ইলেকশন করতে পারছেন না নাম দিয়ে, নৌকা মার্কা নাম দিয়ে, আওয়ামী লীগের লোকজন যারা ভালো বা ধরেন এই যে বিদ্রোহী আওয়ামী লীগার আছেন, যারা গত নির্বাচনে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। প্রায় ৪০ ভাগ লোকাল গভর্নমেন্ট নির্বাচনে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু হেরেছিল। তাদের নৌকা মার্কা কিন্তু ডিফিটেড হয়েছিল। তো সে রকম অনেক প্রার্থী আছেন, যারা আওয়ামী লীগের কর্তৃত্ববাদ, দুর্নীতি-লুটপাট নানা অভিযোগের সঙ্গে ডিরেক্টলি জড়িত না।

সেই লোকগুলো অন্য পার্টিতে যেতে পারেন। এটা মাহমুদুর রহমানের পার্টিতেও যেতে পারেন, এনসিপিতেও যেতে পারেন। ইভেন এবি পার্টিতেও যেতে পারেন তো! এসব পার্টি ৩০০ সিটে যদি নির্বাচন করতে চায়, তারা আর লোক কোথায় পাবে? ওখান থেকে তো লোক সংগ্রহ করতে পারে। হঠাৎ করে নতুন করে লোক জন্ম দিতে পারবে না।’

নির্বাচন অনিবার্য জানিয়ে শহীদ খান আরো বলেন, ‘আমাদের একটা নির্বাচন হতেই হবে, যা অনিবার্য। নির্বাচনটা ডিসেম্বরে হলেও হতে হবে। এখন ফেব্রুয়ারি ঠিক আছে। যদি উনি দুই মাস আগেও নির্বাচন করতে চান করে ফেলতে হবে। নির্বাচন ছাড়াই যে সরকারটা চলছে, তাদের ব্যাপারে তো অনেক আলোচনা। তাদের সীমাবদ্ধতা, দুর্বলতা, তাদের কী কী কাজ করছেন, কিভাবে দেশটা চালাচ্ছেন-  সব নিয়ে আলোচনা হচ্ছে। ওই নির্বাচন আর রাজনীতির প্রসঙ্গ বাদ দিয়ে যদি অন্য প্রসঙ্গে আসেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন, দ্রব্যমূল্য দেখেন, আমাদের বেকার লোকদের কর্মসংস্থান দেখেন! উল্টা ২৮ লাখ মানুষ বেকার হয়ে গেছে।

আপনি স্ট্যাটিস্টিক দেখেন, ২৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। সুতরাং খুব একটা চ্যালেঞ্জ যাচ্ছে অর্থনীতির মধ্যে। এগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না। সুতরাং আমাদের একটা নির্বাচন দরকার দ্রুত। যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। ফেব্রুয়ারি বলছেন তো ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো। না হলে ডিসেম্বরে হলে আরো ভালো, অক্টোবরে হলে আরো ভালো। এটা আমার নাগরিক হিসেবে মতামত।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাফুফে সভাপতি কেন ক্ষমা চাইলেন Nov 24, 2025
ভেনেজুয়েলায় অভিযান চালাবে যুক্তরাষ্ট্র Nov 24, 2025
সাধারণ মানুষের সঙ্গে আচরণের সীমা ছাড়াল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা Nov 24, 2025
৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পথচারীর তর্ক Nov 24, 2025
ক্ষমতা বা আসনের লোভে কোনো সমঝোতা নয়: নাহিদ ইসলাম Nov 24, 2025
তৃণমূলের বাবরি মসজিদ উদ্যোগ, রাজনীতিতে উত্তেজনা Nov 24, 2025
img

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে Nov 24, 2025
কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত ইয়াসিন সমর্থকদের মিছিল Nov 24, 2025
মানুষের ভোগান্তি সত্ত্বেও বিসিএস পরীক্ষার্থীরা তর্কে জড়িয়ে পড়লেন Nov 24, 2025
পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে: জামায়াত নেতা Nov 24, 2025
img
পদত্যাগ করে হাতপাখার মনোনয়ন পেলেন সেই বিএনপি নেতা Nov 24, 2025
সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে Nov 24, 2025
ছোটপর্দা থেকে বড়পর্দায়, দেবের নায়িকা হয়ে উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী Nov 24, 2025
দুই বছরের বিরতির পর ফের পর্দায় ঝলক নিয়ে হাজির বিদ্যা সিনহা মিম Nov 24, 2025
মিস কমিউনিকেশন বাফুফের, ক্ষমা চাইলেন সভাপতি Nov 24, 2025
img
ট্রাম্প দিতে চাইলেও এফ-৩৫ পাবে না সৌদি, কারণ কী? Nov 24, 2025
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই : আমানউল্লাহ আমান Nov 24, 2025
img

বাউল আলেয়া বেগম

আমরা মার খাইতে জানি, কাউরে মারতে জানি না Nov 24, 2025
img
বাংলাদেশি কর্মী নিয়োগে বড় সুখবর দিল সৌদি আরব Nov 24, 2025
img
কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক Nov 24, 2025