রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর সিএনএনের।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিপাক্ষিক বৈঠকের স্থান এখন প্রস্তুত।’
তাদের বৈঠক হবে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলে দাওইউতাই স্টেট গেস্টহাউসে, যেখানে পুতিন তার সফরকালীন অবস্থান করছেন।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গেস্টহাউসটিতে ইতোমধ্যেই রাশিয়া ও উত্তর কোরিয়ার পতাকা টানানো হয়েছে।
এমআর/এসএন