আবারও আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে হারল জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে জিততে শেষদিকে হোঁচট খেয়ে ৭ রানে হেরেছিল জিম্বাবুয়ে। একই পরিণতি হলো এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। জয়ের আশা জাগিয়েও তিনোতেন্দা মাপোসার এক বাজে ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

হারারেতে বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।

অথচ ১৭তম ওভার শেষেও জয়ের আশা ছিল স্বাগতিকদের। ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ তখন ১৪২ রান। শেষ ১৮ বলে দরকার ৩৪ রান। ক্রিজে জাত ব্যাটার বলতে ছিলেন কেবল কামিন্দু মেন্ডিস। তার সঙ্গী হিসেবে নামেন অভিষিক্ত দুশান হেমন্ত। আর একটি উইকেটের পতন হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যেত জিম্বাবুয়ের।

কিন্তু ১৮তম ওভারে বল করতে এসে সব নস্যাৎ করে দেন স্বাগতিক দলের পেসার মাপোসা। তার প্রথম বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু। পরের বলটি তিনি করেন ব্যাটারের কোমরের অনেক উপরে। কাঁধের উপর দিয়ে ফ্লিক করে পেছনে ছক্কা হাঁকান কামিন্দু। আম্পায়ার থেকে আসে নো বলের সংকেতও। তাতে এক বৈধ বলে ১১ রান তুলে নেয় লঙ্কানরা। ওভারে আরও একটি চার ও ছক্কা হজম করেন মাপোসা। সব মিলিয়ে দেন ২৬ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে পরবর্তী ৭ বলে প্রয়োজনীয় ৮ রান তুলে জয় নিশ্চিত করে নেয় লঙ্কানরা। কামিন্দু ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। হেমন্ত ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন লঙ্কানদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার পাথু মনিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনের জুটিতে ১০ ওভারেই আসে ৯৬ রান। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে মাপোসার শিকার হন নিসাঙ্কা। তার কিছুক্ষণ পর ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন কুশল। দুজনের বিদায়ের পর রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার তোপে পরবর্তী ৩৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শেষদিকে কামিন্দু হাল ধরায় বিপদ হয়নি তাদের।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে দুশমন্থ চামিরার বলে বোল্ড আউট হওয়ার আগে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ৫৭ বল মোকাবিলায় ১২ চারের মারে সাজানো ছিল তার ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন রাজা। লঙ্কানদের হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই মাঠে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করছে নেপাল! Sep 05, 2025
img
হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ বেঁচে যেত : ব্যারিস্টার ফুয়াদ Sep 05, 2025
img
ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন নুসরাত Sep 05, 2025
img
ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা Sep 05, 2025
img
সাবা আজাদের অভিনয়ে মুগ্ধ হৃতিক রোশন! Sep 05, 2025
img
বিদায়ী ম্যাচে জোড়া গোলের নায়ক মেসি, সহজ জয় আর্জেন্টিনার Sep 05, 2025
img
আফগানিস্তানে ফের ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২২০০ Sep 05, 2025
img
আবারও ভারতে আসছে দ্য লুমিনিয়ার্স! Sep 05, 2025
img
নিলামে আরও ১৩৪ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Sep 05, 2025
img
স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকে শোকজ Sep 05, 2025
img
নুরের নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না: রাশেদ খান Sep 05, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরেকজন গ্রেপ্তার Sep 05, 2025
img
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা : আইএসপিআর Sep 05, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 05, 2025
ডাকসুর ভিপি প্রার্থীদের যে পরামর্শ দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহান Sep 05, 2025
মোবাইল নেটওয়ার্কিংয়ে অনিয়মের গোমর ফাঁস করলেন প্রেস সচিব Sep 05, 2025
'যারা ২০ হাজারে লিফলেট করেছে, নির্বাচিত হলে তারা ২০ লাখ তুলবে' Sep 05, 2025
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য, জানালেন প্রেস সচিব Sep 05, 2025
img
কোচরা ভালো, ক্রিকেটাররা ভালো, আমি আবার বাংলাদেশে ফিরতে চাই : উড Sep 05, 2025
img
আশির দশকে ইমরান খানের কাছে ঘনিষ্ঠ ছিলেন রেখা! Sep 05, 2025