ইসরাইলের সঙ্গে বাহরাইন-আমিরাতের চুক্তি সই, মুসলিম বিশ্বে ক্ষোভ

নানা জল্পনা কল্পনা ও সমালোচনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই করেছে আবর আমিরাত ও বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মঙ্গলবার হোয়াইট হাউসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

মুসলিশ বিশ্বে বহুল বিতর্কিত এই চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে আরব আমিরাত, ইসরাইল ও বাহরাইন।

চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর শেষে এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয়। এই চুক্তি যুগের পর যুগ টিকে থাক।

এক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি চুক্তিতে দুই দেশের প্রতিনিধিত্ব করেছেন। এটা অবিস্মরণীয়।

এদিকে ইসরাইলের আগ্রাসনে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিম জনগণের মুক্তির সংগ্রামকে পাশ কাটিয়ে ইসরাইলের সঙ্গে চুক্তি করায় বাহরাইন ও আমিরাতের সমালোচনায় মুখর মুসলিম বিশ্ব। এ চুক্তির বিরোধিতা করে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিমতীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: