কাশ্মীরে নদীতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

জম্মু-কাশ্মীরে তল্লাশি অভিযানের সময় পানিতে ডুবে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।

রোববার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের গান্দারবাল জেলায় ভারতীয় বাহিনী সব রাস্তা বন্ধ করে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল। এ সময় বিভিন্ন  কাশ্মীরি নাগরিকদের ঘরের আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলে তারা। তল্লাশি চলাকালে আসলাম খান(৩৯) নামে ওই সেনা পা পিছলে টিলার ওপর থেকে উসান এলাকার একটি নদীতে পড়ে যান। এ সময় নদীর স্রোতে ভেসে গেলে উদ্ধারকারী দল কয়েক কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় ওই সেনা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আসলাম খান রাজস্থান প্রদেশের চুরু জেলার রানাসার গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, দুই মেয়ে ও এক সন্তান রয়েছে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ও রাজ্যের মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কায় ওই দিন থেকে কাশ্মীরে টেলিযোগাযোগসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

বিগত একমাসে জম্মু-কাশ্মীরে ৫ হাজারের বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: