বরিশালে ১০০ টাকা কেজিতে লবণ বিক্রি

লবণের দাম বাড়ার গুজবে বরিশালে ১০০ টাকা কেজি পর্যন্ত লবণ বিক্রি হয়েছে। ক্রেতাদের ভিড়ের কারণে কয়েক ঘণ্টার মধ্যেই দোকানের সব লবণ বিক্রি করে ফেলেন অধিকাংশ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল থেকেই বরিশাল বাজার রোডের পাইকারি দোকানগুলোতে ছিল লবণ ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ক্রেতারা জানান, পাইকারি বাজারে ৩০ টাকা কেজি দরের লবণ অতিরিক্ত চাহিদার ফলে ৫০ থেকে ১শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজার রোডের ব্যবসায়ীরা জানায়, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পাইকারি বাজারের প্রায় অধিকাংশ লবণ বিক্রি হয়ে গেছে। অতিরিক্ত চাপের ফলে পাইকারি ব্যবসায়ীরা অনেকেই দোকান বন্ধ করে দিয়েছেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বাজারে প্রচুর পরিমাণের লবণ মজুদ রয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এসআই

Share this news on: