অটো প্রমোশনেও পাল্টাবে না প্রাথমিক শিক্ষার্থীদের রোল নম্বর

ফাইল ছবি
করোনাভাইরাস মহামারীর কারণে এবছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উন্নীত (অটো প্রমোশন) হবে। এক্ষেত্রে বর্তমানে শিক্ষার্থীদের যে রোল নম্বর আছে, পরবর্তী ক্লাসে একই রোল নম্বর থাকবে।
পাশাপাশি চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস ও করোনাভাইরাস মহামারীর সময় অনলাইনে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এসব তথ্য জানান।
আরও দেখুন- প্রাথমিকে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উন্নীত করার সিদ্ধান্ত
শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। ওই সময় যেসব ক্লাস টেস্ট নেয়া হয়েছে বা শিক্ষকরা যা পড়িয়েছেন তার ভিত্তিতেই শিক্ষার্থীদের মুল্যায়ণ করা হবে।
তিনি আরও বলেন, এছাড়া করোনাভাইরাস মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও ও অনলাইন মাধ্যমে যেসব শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলো মুল্যায়ণ করা হবে।
টাইমস/এসএন