ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার সময় পরিবর্তন

একমাস নয়, দুই মাস পর দেয়া হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পরিবর্তিত সময়সূচি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, যারা টিকা নিয়েছেন এবং যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের সম্ভাব্য সময় চার সপ্তাহ বা এক মাস পরে নির্ধারণ করা হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। একমাস নয়, বরং দুই মাস পরে বা ৮ সপ্তাহ পরে তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রথম ৩০ জনকে করোনার টিকা দেয়া হয়। দেশে সর্বপ্রথম টিকাগ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন নারী।

 

টাইমস/এসএন

Share this news on: