টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম ফরিদ আলম ওরফে ডাকাত আলম (৪০)। তার বাড়ি দক্ষিণ নেঙ্গুরবিল গ্রামে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ফরিদ আলম এলাকার শীর্ষ ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে ইয়াবা পাচারের ২টি, অস্ত্র মামলা ২টি ও পুলিশের ওপর হামলাসহ ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই অভিক, কনস্টেবল রুবেল শর্মা ও মো. সেকান্দার আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার সকালে নেঙ্গুরবিল গ্রামে অভিযান চালিয়ে ডাকাত আলমকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে তার নেতৃত্বে ভুলু বাহিনী মিয়ানমার থেকে একটি ইয়াবা চালান এনে ওই এলাকায় দিয়ে খালাস করেছিল। এরপর রাতে তাকে নিয়ে সেখানে অভিযানে গেলে ভুলু বাহিনী পুলিশকে লক্ষ্যে করে গুলি ছুড়ে ডাকাত আলমকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি চালায়। হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে স্বাস্থ্যাকমপ্লেক্সে চিকিৎসক দেয়া হয়েছে।

প্রদীপ কুমার দাস আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গে পাঠানো হয়েছে।

Share this news on: