প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে বলিউডে নতুন সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির ৪৯ দিন পেরিয়েও দর্শকপ্রিয়তায় সিনেমাটি নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাবা’-কে ছাড়িয়ে গেছে।
শহীদ কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবতী’ ভারতের বাজারে ৩০২ কোটি রুপি আয় করেছিল। এবার ‘সাইয়ারা’ ভারতীয় বক্সঅফিসে ৩২৯.২৫ কোটি রুপি আয় করে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার স্থান দখল করেছে।
বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৭০ কোটি রুপি। চলতি বছরের রাশমিকা মন্দানা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমার আয় ‘সাইয়ারা’র তুলনায় কম। এই কারণে ‘সাইয়ারা’ বর্তমানে ভিকি-রাশমিকার ‘ছাবা’র পরই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।
ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনির তকমা এখন ‘সাইয়ারা’র দখলে। উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প হৃদয় ছুঁয়ে দর্শকপ্রেমীদের মধ্যে ঢেউ তুলেছে।
এমকে/এসএন