নেপালের অস্ট্রেলিয়ান কোচের মুখেও হামজা

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলেছেন। হামজার আগমনে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলেই আলোড়ন পড়েছে। নেপালের ফুটবলপ্রেমীরা খুব আগ্রহে ছিলেন হামজার খেলা দেখার জন্য। কিন্তু চোট ও ক্লাবের ব্যস্ত সূচির বিবেচনায় হামজা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ খেলছেন না। 

হামজা খেলছেন না। এরপরও আজ কাঠমান্ডুতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হামজা প্রসঙ্গ ছিল ঘুরেফিরে। নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস বলেন,‌ ‘হামজা থাকুক বা না থাকুক, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই খেলবে। হামজার বিকল্প হিসেবে যে আছে, সেও উচ্চমানের পেশাদার খেলোয়াড়। তাই হামজার থাকা না থাকাটা আমাদের কাছে বড় কোনও সমস্যা নয়।’

নেপালের অধিনায়ক কিরণ লিম্বু এবার বাংলাদেশে পুলিশের হয়ে খেলবেন। ঢাকায় থাকতে তিনি হামজার পেনাল্টি সেভ করার আশা ব্যক্ত করেছিলেন। হামজা নেপাল না আসায় খানিকটা আক্ষেপ ঝরল তার কন্ঠেও,‌ ‘এই দলে আমরাও হামজাকে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে নেপালে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও তাকে দেখার জন্য মুখিয়ে ছিল। এমন বড়মাপের একজন খেলোয়াড়কে আমাদের স্টেডিয়ামে খেলতে দেখলে ভালো লাগত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিপক্ষে সে খেলতে পারছে না।’



বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেও হামজাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, ‘হামজা নেই, সামিতও নেই, অনেকে অনূর্ধ্ব-২৩ এ আছে। এই দলের ৯৫% খেলোয়াড়ই ছিল ২০২৩ সাফে, সেখানে আমরা দারুণ খেলেছি। এছাড়া লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় শতভাগ খেলোয়াড়ই তখন দলে ছিল। তাই আমরা শক্তিশালী দল এনেছি, দ্বিতীয় সারির দল নয়। আমরা কঠিন প্রতিযোগিতা আশা করছি।’

এএফসি অ-২৩ টুর্নামেন্টে মোরসালিন, শ্রাবণ, আল আমিন, ফাহমিদুলরা খেলছেন। নেপালেও অনেকটা এই অবস্থা বললেন দলটির কোচ, ‘আমাদের স্কোয়াডও দেখতে হবে আপনাকে। সুমিত, সানিত, আয়ুশ, বিমল, কৃতিশ এদের কাউকেই পাচ্ছি না। অবশ্যই তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে ছেলেদের বলে আসছি ম্যাচের ফলাফলের ৯০ শতাংশ নির্ভর করছে আমাদের ওপর।’

বাংলাদেশ-নেপাল দুই দলই সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলছে মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য। এরপরও এই দু'টি ম্যাচ নিয়ে বেশ গুরুত্ব নেপালের কোচের, ‘আমরা এএফসির বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছি, কিন্তু রেফারির বাঁশি বাজার পর কাল রাতে কেবল সেই ৯০ মিনিটেই মনোযোগ থাকবে আমাদের। আমরা জেতার জন্য মরিয়া হয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আবেগী ও খুবই উচ্ছ্বসিত দর্শকের সামনে শারীরিকভাবে কঠিন এক খেলা হবে। আমার ছেলেরা মুখিয়ে আছে তার জন্য।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মহাকাশে আছি, অক্সিজেন কেনার কথা বলে জাপানি নারীর অর্থ আত্মসাৎ Sep 06, 2025
img

ডা. তাহের

দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে চবির সাবেক শিক্ষার্থীদের Sep 06, 2025
img
এক্সরে করে যুবকের পেটে মিলল বিপুল ইয়াবা Sep 06, 2025
img
‘রঘু ডাকাত’ সিনেমার ট্রেলার মুক্তি আগেই আচমকা পুলিশ কমিশনারের শরণাপন্ন দেব! Sep 06, 2025
img
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ-সুবিধা আমার দেখা সেরা : পাইবাস Sep 06, 2025
img
জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছালেন আলকারাজ Sep 06, 2025
img
এই রকম গালি শুনব তা কল্পনাও করিনি : নিলোফার মনি Sep 06, 2025
img
শাহীন আফ্রিদির চোখে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? Sep 06, 2025
img

জিল্লুর রহমান

রাজনীতিতে নতুন নাটকীয় অস্থিরতা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি Sep 06, 2025
img
ইয়েমেনের বিপক্ষে জয় নিশ্চিত করতে মরিয়া মোরসালিনরা Sep 06, 2025
img
হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার, মেসেজ লেখায় বানানও ঠিক হবে! Sep 06, 2025
img
ড. ইউনূসের কার্যকাল আর কতদিন, প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনির Sep 06, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের নতুন হাইকমিশনারের Sep 06, 2025
img
রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো: আযম খান Sep 06, 2025
img
অন্তর্বর্তী সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে চায়, প্রশ্ন তুললেন কনক সরওয়ার Sep 06, 2025
img
দ্রুত নির্বাচনের দাবি, বিক্ষোভে উত্তাল সার্বিয়া Sep 06, 2025
img
জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি! Sep 06, 2025
img
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৭তম Sep 06, 2025
img
‘বাঘি ৪’-এর ২৩টি দৃশ্য কেটে দিল সেন্সর বোর্ড Sep 06, 2025
img
শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ Sep 06, 2025