প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘সমাজব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা-আকাঙ্ক্ষাটা কী, সেটা অনেক সময় আমরা মনে করি যে সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে, আমরা কী একটু বেশি চাইছি? আমরা কী খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে চাইছি?’
তিনি বলেন, ‘মনে হয় আমাদের একটু সহিষ্ণু ও রিয়ালিস্টিক হতে হবে।’
গত শনিবার রাজধানীর কাকরাইলে আর্চবিশপ ভবনে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আজকে আমি মদিনা সনদের কথা বলেছি, বিরাট-বিশাল আদর্শের কথা বলেছি। সেটা কোনো না কোনো সময় হয়তো অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়ে যায়। সেই আদর্শ অর্জনে ধারাবাহিকতা অনেক সময় আটকে যায়। তবে তাই বলে পিছপা হওয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘আপনার ধর্ম, জেন্ডার, বর্ণ, ভাষা, গায়ের কী রং কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। আমার মনে হয় সেটাই বোধ হয় আজকের মেসেজটা ছিল।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমার মনে হয় যে আলোচনা, একসঙ্গে বসা এবং এগুলো যে ঘটনাগুলো ঘটছে এর সূত্রপাতটা কোথায়, কেন এগুলোর জন্ম হয়—সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। রাজবাড়ীর ঘটনায় নিরুৎসাহ হবেন না, এগিয়ে যেতেই হবে।’
এমআর/টিকে