সংক্রান্তি উপলক্ষে মুক্তি পাওয়া মানা শংকর বর প্রসাদ গারু ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মেগা স্টার চিরঞ্জীবী। ধারাবাহিক সাফল্যের পথে হাঁটতে থাকা এই তারকার পরবর্তী ছবি মেগা একশ আটান্ন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিটি পরিচালনা করছেন কে এস রবীন্দ্র, যিনি ববি নামেই বেশি পরিচিত। এর আগে ওয়াল্টেয়ার বীরাইয়া ছবিতে এই জুটি বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল।
এবার এই নতুন ছবিতে যুক্ত হচ্ছে বড় চমক। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে চলেছে বলিউডের পরিচিত নাম অনুরাগ কাশ্যপকে। পরিচালক ও অভিনেতা হিসেবে অনুরাগের উপস্থিতি ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে। তিনি এই ছবিতে খলনায়ক, না কি অন্য কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
মেগা একশ আটান্ন ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে কাকা অথবা কাকাজি। ছবির কাহিনি আবর্তিত হবে কলকাতার পটভূমিতে, যা দর্শকদের সামনে এক ভিন্ন শহুরে পরিবেশ তুলে ধরবে। ছবিটি প্রযোজনা করছে কেবিএন প্রোডাকশনস। বর্তমানে দুবাইয়ে চিত্রনাট্যের কাজ চলছে, যেখানে কোনা বেঙ্কট ও ববি একসঙ্গে গল্পের খুঁটিনাটি নিয়ে কাজ করছেন।
সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ছবির আনুষ্ঠানিক সূচনা হতে পারে। চিরঞ্জীবীর ধারাবাহিক জনপ্রিয়তা, ববির বাণিজ্যিক পরিচালনা আর অনুরাগ কাশ্যপের সংযোজন মিলিয়ে মেগা একশ আটান্ন হয়ে উঠতে চলেছে সর্বভারতীয় আকর্ষণের এক বড় সিনেমা।
ইউটি/টিএ