সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্টার জলসার পর্দায় ফিরছেন মানালি দে। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছিল টেলিপাড়ায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা শেষ করার পর এবার ঘরের মেয়ে আবার ফিরছেন নিজের চেনা চ্যানেলেই। স্টার জলসার আসন্ন মেগা ধারাবাহিক সংসারে সংকীর্তণ এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এই কামব্যাককে আরও বিশেষ করে তুলেছে তাঁর বিপরীতে নায়ক হিসেবে সব্যসাচী চৌধুরীর উপস্থিতি। মহাপীঠ তারাপীঠ ও রামপ্রসাদ ধারাবাহিকে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি। সেই বিরতির পর ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে।
স্টার জলসার সঙ্গে মানালি দের সম্পর্ক নতুন নয়। বউ কথা কও থেকে ধুলোকণা পর্যন্ত চ্যানেলের একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। প্রায় চার বছর পর আবারও জলসার প্রধান মুখ হয়ে ফিরছেন মানালি। দেড় দশকের বেশি সময় ধরে লিড নায়িকা হয়েও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।
এই ধারাবাহিকের মাধ্যমে টেলিপাড়ায় তৈরি হতে চলেছে একেবারে নতুন জুটি। সব্যসাচী সাধারণত গম্ভীর কিংবা ভক্তিমূলক চরিত্রে পরিচিত হলেও এবার তাঁকে দেখা যাবে সমকালীন পারিবারিক গল্পে। অন্যদিকে মানালির চনমনে ও ঘরোয়া অভিনয়শৈলী দর্শকের কাছে বরাবরের মতোই প্রিয়। এই প্রথমবার দুজনকে একসঙ্গে পারিবারিক নাটকে দেখা যাবে।
ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুট শেষ হয়েছে। প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন। নাম শুনেই বোঝা যাচ্ছে, সংসারে সংকীর্তণ হতে চলেছে আবেগ, সম্পর্ক আর পারিবারিক টানাপোড়েনের গল্প। নতুন জুটির রসায়ন কতটা দর্শকের মন ছুঁতে পারে, তা জানা যাবে ধারাবাহিক শুরু হওয়ার পরই।
ইউটি/টিএ