শিবনাথ শাস্ত্রী ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক ও ব্রাহ্মধর্ম প্রচারক। ১৮৪৭ সালের ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাংড়িপোতা গ্রামে, মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল একই জেলার মজিলপুরে।
কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজ থেকে ১৮৭২ সালে সংস্কৃত ভাষা ও সাহিত্যে তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। এমএ পরীক্ষায় ভালো ফল লাভ করায় তিনি অর্জন করেন ‘শাস্ত্রী’ উপাধি।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থাদির মধ্যে রয়েছে- রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ, আত্মচরিত, নির্বাসিতের বিলাপ, পুষ্পমালা,
মেজ বৌ, হিমাদ্রি-কুসুম, পুষ্পাঞ্জলি, যুগান্তর, নয়নতারা, রামমোহন রায়, বিধবার ছেলে ইত্যাদি।
১৯১৯ সালের ৩০ সেপ্টেম্বর কলকাতায় শিবনাথ শাস্ত্রীর মৃত্যু হয়।
তাঁর বিখ্যাত একটি উক্তি হলো-
“একগুয়েমি ভালো কাজেই
ভালো, মন্দ কাজে নয়।”