নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় রোববার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫। এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বিশ্ব তারকা লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডে।
লেডি গাগা শিল্পী অব দ্য ইয়ার পুরস্কার জিতে মঞ্চে উঠে আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই সম্মান তিনি উৎসর্গ করছেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে। গাগার ভাষায়, সারা বছর ধরে সৃষ্টিশীল যাত্রায় মাইকেল ছিলেন তার সহযাত্রী। মঞ্চে দাঁড়িয়ে গাগা তাকে ভালোবাসার মানুষ হিসেবে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পুরস্কার তারই জন্য।
ভক্তদের প্রতিও ভালোবাসা জানান গাগা। ‘লিটল মনস্টার’ খ্যাত সেই ভক্তদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন অবিরাম সমর্থনের জন্য। তবে গাগা অনুষ্ঠানের পুরোটা সময় থাকতে পারেননি, কারণ পুরস্কার গ্রহণের পর তাকে ছুটে যেতে হয় ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে চলমান তার “দ্য মেহেম বল” কনসার্টে। এ কনসার্টের আগের দিনের পরিবেশনা থেকে দুটি গান আব্রাকাডাবরা ও দ্য ডেড ড্যান্স অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।
অন্যদিকে, পপ সংগীতের তরুণী তারকা আরিয়ানা গ্র্যান্ডে এবার রেকর্ড সংখ্যক পুরস্কার জিতে নেন। ‘ব্রাইটার ডেজ অ্যাহেড’ গানের জন্য শ্রেষ্ঠ পপ ভিডিও পুরস্কার গ্রহণের সময় আরিয়ানা ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন। ভক্তদের উদ্দেশে তিনি ভালোবাসা জানিয়ে বলেন, তাদের সমর্থনই তাকে টিকিয়ে রেখেছে।
গানটির ভিডিও সহ-পরিচালক ক্রিশ্চিয়ান ব্রেসলাউয়ার এবং পুরো টিমকে ধন্যবাদ জানান আরিয়ানা। একই সঙ্গে নতুন সংস্করণ ইটারনাল সানশাইন ডিলাক্স: ব্রাইটার ডেজ অ্যাহেড অ্যালবামের সহকর্মীদেরও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মজার ছলে ধন্যবাদ জানান তার থেরাপিস্ট ও সমকামী সম্প্রদায়কে।
একই রাতে আরিয়ানা আরো দুটি বড় পুরস্কার জিতে নেন বছরের সেরা ভিডিও এবং শ্রেষ্ঠ লং ফর্ম ভিডিও। ফলে এবারের ভিএমএ ছিল নিঃসন্দেহে তার ক্যারিয়ারের স্মরণীয় রাতগুলোর একটি।
এমকে/এসএন