ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৬৯ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৪টা ১২ মিনিটের দিকে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ৩ হাজার ৯০৭ ভোট কাস্ট হয়েছে, যা এই কেন্দ্রের মোট ভোটের ৬৯ শতাংশ। এই কেন্দ্রের মোট ভোট ৫ হাজার ৬৬৫টি।
দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হয়।
এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
এসএন