ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রোকেয়া হলে এক শিক্ষার্থীর হাতে দেওয়া ব্যালটে ছাত্র সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সাংবাদিকদের তিনি এ অভিযোগ জানান।
আবিদুল ইসলাম বলেন, রোকেয়া হল থেকে গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে রোকেয়া হলে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি।
একজন শিক্ষার্থী, তাঁকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট দিতে, বুথে গিয়ে দেখতে পেয়েছে, সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে।
তিনি বলেন, এটা নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনিসংকেত। আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করেছি। ম্যাডামদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও বলেছে, এটা কিভাবে হয়েছে তাঁরা জানেন না।
ইউটি/টিএ